এক সপ্তাহের জন্য আইপিএল থেকে বাইরে চলে গেলেন দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মিচেল মার্শ
আপডেট করা - Apr 7, 2023 6:20 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে দুটি ম্যাচ খেলার পরেও জয়ের মুখ দেখতে পারেনি ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালসের (ডিসি)। প্ৰথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে ৫০ রানে এবং দ্বিতীয় ম্যাচে গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে ৬ উইকেটে পরাজিত হয় তারা।
এরপর আবার ১ সপ্তাহের জন্য অভিজ্ঞ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শের পরিষেবা পাবে না তারা। ক্রিকবাজের একটি রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে দিল্লি ক্যাপিটালসের এই অলরাউন্ডার বিয়ে করার জন্য অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন।
মিচেল মার্শ দুটি ম্যাচেই ডিসির প্ৰথম এগারোতে ছিলেন। কিন্তু তিনি এখনও পর্যন্ত নিজের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। এলএসজির বিরুদ্ধে তিনি প্ৰথম বলেই মার্ক উডের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। জিটির বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪ বলে ৪ রান করেন তিনি মোহাম্মদ শামির বলে আউট হন। এলএসজির বিরুদ্ধে তিনি বোলিং করেননি। জিটির বিরুদ্ধে তিনি ৩.১ ওভারে ২৪ রান দিয়ে ১টি উইকেট নেন।
নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস
৮ই এপ্রিল, শনিবার আইপিএল ২০২৩-এর ১১ তম ম্যাচে বারসাপাড়া স্টেডিয়ামে গত মরসুমের রানার্স-আপ রাজস্থান রয়্যালসের (আরআর) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালস নিজেদের প্ৰথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) ৭২ রানে পরাজিত করেছিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে পঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে পরাজিত হলেও শেষ পর্যন্ত লড়াই করেছিল তারা। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে মাত্র ৫ রানে হেরেছিল তারা। ইমপ্যাক্ট প্লেয়ার ধ্রুব জুরেল শেষের দিকে ব্যাট করতে নেমে ১৫ বলে অপরাজিত ৩২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
দিল্লি ক্যাপিটালসের ওপেনার ডেভিড ওয়ার্নার দুটি ম্যাচে রান পেলেও দলকে ম্যাচ জেতাতে পারেননি। তিনি এলএসজি এবং জিটির বিরুদ্ধে যথাক্রমে ৪৮ বলে ৫৬ রান এবং ৩২ বলে ৩৭ রান করেন। আরেক ওপেনার পৃথ্বী শ দুটি ম্যাচেই ব্যাট হাতে তেমন সফল হননি। তৃতীয় ম্যাচে কামব্যাক করতে না পারলে আইপিএল ২০২৩-এ তারা অনেকটাই পিছিয়ে পড়বে। এক সপ্তাহের জন্য মিচেল মার্শের দলে না থাকাটা অবশ্যই দিল্লি ক্যাপিটালসের জন্য একটি চিন্তার বিষয়। রাজস্থান রয়্যালসের ব্যাটিং বিভাগ খুবই শক্তিশালী। তাই তাদের হারানো খুব একটা সহজ হবে না।