অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে নতুন ইতিহাস তৈরি দীপ্তি শর্মার

Deepti Sharma. ( Photo Source: Pankaj Nangia/Getty Images )

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই সিরিজে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই নতুন ইতিহাস তৈরি করলেন দীপ্তি শর্মা। প্রথম ভারকীয় মহিলা ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন ১৭ বছরের পুরনো রেকর্ড। আর তাতেই আপ্লুত সকলে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী বোলিং পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষ শিবিরের ব্যাটিং লাইনআপকে শেষ করে দিলেন এই তারকা মহিলা ক্রিকেটার।

Advertisement
Advertisement

এদিন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ১০ ওভার বোলিং করে মাত্র ৩৮ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৫ টি উইকেট। অস্ট্রেলিয়া ব্রিগেডের তাবড় তাবড় তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন দীপ্তি শর্মা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই দাপটের সামনে ২৫৮ রানেই থেমে যেতে হয়েছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলকে। একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই মুম্বই ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়লেন তিনি। শেষপর্যন্ত ভারত জিততে পারে কিনা সেটাতো সময়ই বলবে।

১০ ওভারে ৩৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন দীপ্তি শর্মা

এর আগে ভারতীয় দলের হয়ে মহিলাদের ওডিআই ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন নুসিন আল খাদির। ২০০৬ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই চার উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে নুসিন আল খাদির ১০ ওবার বোলিং করে ৪১ রান দিয়েছিলেন। কিন্তু এদিন সেই সমস্ত রেকর্ড ভেঙে দিলেন দীপ্তি শর্মা। এদিন একাই তিনি তুলে নিয়েছিলেন ৫ টি উইকেট। সেখানেই অস্ট্রেলিয়ার তাবড় তাবড় তারকা ক্রিকেটারদের সাজঘরে ফেরার রাস্তাটাও দেখিয়ে দিয়েছিলেন দীপ্তি শর্মা।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। সেখানে এলসি পেরির ুইকেট নিয়েই যাত্রাটা শুরু করেছিলেন ভারতীয় দলের এই মহিলা তারকা বোলার।  ৫০ রানে এলসি পেরিকে প্রথমে সাজঘরে ফেরার রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন তিনি। এরপর একে একে বেথ মুনি, টহলিয়া ম্যাকগ্রা, অ্যানাবেল সাদারল্যান্ড এবং জর্জিয়া ওয়ারহ্যামকে সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এই পাঁচ উইকেট নেওয়ার সঙ্গেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন তৈরি করলেন দীপ্তি শর্মা।

এর আগে কোনও ভারতীয় মহিলা ক্রিকেটারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচে পাঁচ উইকেট তুলতে পারেননি। সেটাই এবার করে দেখালেন ভারতের দীপ্তি শর্মা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৈরি হল এক নতুন ইতিহাস।