ডেভিড ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা বলছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

David Warner
David Warner. ( Image Source: X(Twitter)

মেলবোর্ণে আর কখনোও টেস্ট খেলতে নামবেন না ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের  বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলার পরই গোটা মেলবোর্ণ স্টেডিয়াম থেকে তাঁকে স্ট্যান্ডিং অভেশন দেওয়া হয়েছিল। সিডনিতে কেরিয়ারের শেষ টেস্টে নামতে চলেছেন ডেভিড ওয়ার্নার। তার আগে অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারকেই প্রশংসায় ভরিয়ে দিলেন তাদের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এই মুহূর্তে সব ফর্ম্যাট মিলিয়ে অন্যতম সেরা ক্রিকেটার হিসাবেই ডেভিড ওয়ার্নারকে মনে করছেন তিনি। আর তাতেই আপ্লুত সকলে। পাকিস্তানের বিরুদ্ধে এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরী করেছিলেন ডেভিড ওয়ার্নার।

নতুন বছরে পাকিস্তানের বিরুদ্ধে শেষ টেস্টে নামতে চলেছে অস্ট্রেলিয়া । সেখানেই ডেভিড ওয়ার্নারকে ফেয়ারওয়েল দেবে গোটা অস্ট্রেলিয়া দল। সেই টেস্টে কোনও স্মরণীয় ইনিংস তিনি খেলতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। তার আগেই ডেভিড ওয়ার্নারকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অস্ট্রেলিার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার হয়ে বহু সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সিডনিতেও শেষ একবার ডেভিড ওয়ার্নার শো দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

এই সিরিজের প্রথম টেস্টে ১৬৪ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, তিনি সম্ভববত আমাদের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। তঁর না থাকাটা আমাদের কাছে একটা বড়সড় লোকসান হবে। একটা সময় বহু ব্যক্তিই তাঁকে নিয়ে নানান সমালোচনা করেছেন। কিন্তু দলের অন্দরে আমরা দেখতে পেয়েছি তাঁর মূল্যটা কতটা এবং তিনি কী করেছেন দলের জন্য। সেই কারণেই তাঁকে সবসময় দলে রাখার চেষ্টা করে গিয়েছি। সিরিজের প্রথম টেস্টে ম্যাচে তারই দাম দিয়েছেন ডেভিড ওয়ার্নার।

প্রথম টেস্টে পার্থে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী দিয়ে যাত্রা শুরু করেছিলেন অস্ট্রেলিার এই তারকা ক্রিকেটার। প্রথম টেস্টেই ১৬৪ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর সেই পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্দরেও তাঁকে নিয়ে আলোচনা ছিল সকলের মুখে। তবে ডেভিড ওয়ার্নার চেয়েছিলেন সিডনিতেই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে।

দেশের জার্সিতে টেস্টের মঞ্চে ৯০০০ রানের মালিক ডেভিড ওয়ার্নার। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক নতুন কীর্তি। একইসঙ্গে এই তারকা ক্রিকেটারের ওডিআই ক্রিকেটের মঞ্চেও রয়েছে বহু রেকর্ড। সেখানেই তাঁর ব্যাটে এসেছে ৭০০০ রান। এছাড়া টেস্টের মঞ্চে এই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ২৬টি সেঞ্চুরী। ক্রিকেট থেকে বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এখন শুধুই ডেভিড ওয়ার্নারের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে।