দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের নকআউটে সেঞ্চুরী ডেভিড মিলারের

David Miller
David Miller. ( Photo Source: Matthew Lewis-ICC/ICC via Getty Images )

সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের জার্সিতে নতুন রেকর্ডের মালিক  ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের নক আউট পর্বে সেঞ্চুরী করার রেকর্ড গড়লেন তিনি। এর আগে কোনও প্রোটিয়া ব্যাটাররাই এই রেকর্ড গড়তে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে এদিন ১১৬ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড মিলার। আর সেই পারফরম্যান্সের সৌজন্যেই যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খানিকটা হলেও ভদ্রস্থ স্কোরে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা তা বলার অপেক্ষা রাখে না।

সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারকা ব্যাটিং লাইনআপ যখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। সেই পরিস্থিতি থেকেই দলকে সামাল দেওয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। অন্যান্য ম্যাচে তাঁকে কিলার মিলার ভূমিকায় দেখা গেলেও, এদিন ডেভিড মিলার অনেক বেশী ধীরস্থির ছিলেন। অনেকটাই দায়িত্ব নিয়ে খেলতেই এদিন দেখা গেল তাঁকে। তাড়াহুড়ো করার কোনও ঝুঁকিই নেননি দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। আর তাতেই কেরিয়ারের অন্যতম রেকর্ড গড়লেন ডেভিড মিলার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৬ বলে ১০১ রান করেছেন ডেভিড মিলার

এবারের বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার অন্যতম তারকা ক্রিকেটার কুইন্টন ডিকক। এবার তিনি তিনটি সেঞ্চুরী পেয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি সহ বাভুমা, এডেন মার্করাম এবং হেনরিখ ক্লাসেনের মতো তারকা ক্রিকেটাররা সকলেই ব্যর্থ হয়েছিলেন। এদিন ডেভিড মিলার যখন ইডেনের ক্রিজে এসেছিলেন সেই সময় দক্ষিণ আফ্রিকার রান ছিল ৪ উইকেটে ২৪। আর তাতেই কার্যত অনেকটা পিছিয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই জায়গা থেকেই পরিস্থিতি সামাল দিয়েছিলেন ডেভিড মিলার।

তাঁর দক্ষ হাতে ভর করেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শরুু করেছিল দক্ষিণ আফ্রিকা। ডেভিজ মিলার দুরন্ত ইনিংস খেললেও, এদিন তাঁকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিল না দক্ষিণ আফ্রিকা শিবিরে। তিনি খেলতে না পারলে প্রোটিয়ারা ১৫০ রানের গন্ডী টপকাতে পারতেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে সকলের। সেই জায়গাতেই ডেভিড মিলারের এই সেঞ্চুরী। সেইসঙ্গেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে ফেললেন এই তারকা ক্রিকেটার।

প্রথম প্রোটিয়া ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের নক আউট পর্বে সেঞ্চুরী করার রেকর্ড গড়েছেন তিনি। ডেভিড ওয়ার্নার খেলেছিলেন ১১৬ বলে ১০১ রানের ইনিংস। সেখানেই তাঁর গোটা ইনিংসটি সাজানো ছিল ৮ টি চার ও পাঁচটি ওভার বাউন্ডারি দিয়ে।