ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও সেঞ্চুরী করে নতুন রেকর্ডের মালিক ড্যারিল মিচেল

Daryl Mitchell. (Photo by Stu Forster/Getty Images)

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততে না পারলেও, প্রথম ম্যাচ থেকেই নিউ জিল্যান্ডের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে ড্যারিল মিচেলকে। তৃতীয় টেস্টেও নিউ জিল্যান্ডের হয়ে একমাত্র ক্রিকেটার হিসাবে সেঞ্চুরী করেছেন ড্যারিল মিচেল। আর সেইসঙ্গেই প্রথম নিউ জিল্যান্ড ক্রিকেটার হিসাবে রেকর্ডও গড়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টেই সেঞ্চুরী পেয়েছেন এই তারকা ক্রিকেটার। তৃতীয় টেস্টে শতরান পাওয়ার সঙ্গেই নিউ জিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে একটি টেস্ট সিরিজে তিনটি  শতরানের রেকর্ড গড়লেন তিনি।

Advertisement
Advertisement

সিরিজ আগেই হাতছাড়া হয়ে গিয়েছে নিউ জিল্যান্ডের। শেষ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াইয়ে নেমেছে কিউই বাহিনী। সেখানেই ফের একবার জ্বলে উঠলেন নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার ড্যারিল মিচেল। শেষ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৯ রানের দুর্ধর্ষ ইনিংস খেললেন ড্যারিল মিচেল। শুধু তাই নয় তাঁর হাত ধরেই ইংল্যান্ডের বোলিং লাইনআপের বিরুদ্ধে ফের একবার ঘুরেও দাঁড়াল নিউ জিল্যান্ড। ২২৮ বলে ১০৯ রানের সেঞ্চুরী ইনিংস খেলেই এদিন রেকর্ড গড়েন ড্যারিল মিচেল।

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২২৮ রানে ১০৯ রানের ইনিংস খেলেছেন ড্যারিল মিচেল

ইংল্যান্ডের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের টপ অর্ডার এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছিল।  ১২৩ রানের মধ্যে পাঁচ উইকেট খুইয়ে রীতিমত চাপে পড়ে গিয়েছিল একসময় নিউ জিল্যান্ড। সেখান থেকেই কিউই শিবিরকে ধীরে ধীরে খাদের কিনারা থেকে টেনে তোলার কাজটা শুরু করেন এই তারকা ক্রিকেটার। প্রথম টম ব্লান্ডেলের সঙ্গে ৫০ রানের একটা পার্টনারশিপ গড়ে তোলেন। এরপর টিম সাউদির সঙ্গে আরও একটা পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। আর তাতেই যেন ম্যাচে ফিরতে পারে নিউ জিল্যান্ড।

ড্যারিল মিচেলের সেঞ্চুরীর সৌজন্যেই এদিন ৩০০ রানের গন্ডী টপকাতে পারে নিউ জিল্যান্ড শিবির। ইংল্যান্ডের বিরুদ্ধে  ৩২৯ রানেই থেমে যেতে হয় নিউ জিল্যান্ডকে। আর সেখানেই ১০৯ রানের ইনিংস খেলে নতুন রেকর্ড মালিক হয়ে যান ড্যারিল মিচেল। নিউ জিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে একটি টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরী করার রেকর্ড গড়লেন তিনি।

২২৮ বলে ড্যারিল মিচেলের ১০৯ রানের ইনিংস জুড়ে রয়েছে  ৯টি চার এবং তিনটি ওভার বাউন্ডারি। একসময় যে নিউ জিল্যান্ডের স্কোর ২০০ রানের গন্ডী টাপকাতে পারবে কিনা সংশয় হচ্ছিল, সেই সময় দাঁড়িয়েই কিউইদের লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন ড্যারিল মিচেলই। কিউই তারকার এই পারফরম্যান্সে আপ্লুত সকলে।