সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরির নিযুক্ত হওয়া নিয়ে মুখ খুললেন এবি ডি ভিলিয়ার্স

Daniel Vettori
Daniel Vettori. (Photo by Mark Kolbe/Getty Images)

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) নতুন প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরির প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে এসআরএইচকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিউ জিল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটারই হলেন উপযুক্ত মানুষ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারার তত্ত্বাবধানে খেলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তার সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাকে বিদায় জানিয়ে দেয় এসআরএইচ। এর পরেই নতুন প্রধান কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরির নাম ঘোষণা করে তারা। আইপিএলের ১৬ তম সংস্করণে লারার তত্ত্বাবধানে একদমই ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি এডেন মার্করামের নেতৃত্বাধীন দল।

এবি ডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “ড্যানিয়েল ভেট্টোরি, আমি তার সাথে খেলেছি, আমি তার বিরুদ্ধে খেলেছি এবং আমি তার তত্ত্বাবধানেও খেলেছি – এটি বেশ আকর্ষণীয়। সানরাইজার্স হায়দ্রাবাদে কোচের ভূমিকা পালন করতে চলেছেন ড্যান। কয়েক বছর আগে তিনি যখন আরসিবির কোচ ছিলেন তখন আমি তার তত্ত্বাবধানে খেলতাম। তিনি একজন খুব ভালো মানুষ, চমৎকার লোক।”

তিনি আরও বলেন, “তিনি সবসময়ই খেলোয়াড়দের সর্বোত্তম স্বার্থকে আগে রাখেন এবং সবাই এই ধরনের কোচ চায়। আমি সানরাইজার্সের কাছ থেকে ভালো মরসুমের প্রত্যাশা করছি। তারা একটি তরুণ দল পেয়েছে এবং আমি মনে করি ড্যান তাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন উপযুক্ত মানুষ।”

আইপিএল ২০২৩-এ মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ

আইপিএলের ১৬ তম সংস্করণে ১৪টি ম্যাচ খেলে মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছিল এডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছিল। এই মরসুমে তাদের দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন হেনরিখ ক্লাসেন। তিনি ১২টি ম্যাচ খেলে ৪৪৮ রান করেছিলেন। তার গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ৪৯.৭৭ এবং ১৭৭.০৭। তার সর্বোচ্চ স্কোর ছিল ১০৪। অরেঞ্জ ক্যাপের তালিকায় তিনি ১২ নম্বর স্থানে শেষ করেছিলেন।

এই মরসুমে এসআরএইচের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন মায়াঙ্ক মারকান্ডে। তিনি ১০টি ম্যাচ খেলে ১২টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। তার সেরা বোলিং পরিসংখ্যান ছিল ৪/১৫। তার গড় এবং ইকোনমি রেট ছিল যথাক্রমে ২৫.০০ এবং ৭.৮৯। পার্পেল ক্যাপের তালিকায় তিনি ২৩ নম্বর স্থানে শেষ করেছিলেন।