ডু প্লেসি ও তাহিরের নাম বাদ দেওয়ায় বিতর্ক শুরু হতেই আগের টুইট ডিলিট করে নতুন টুইট প্রকাশ দক্ষিণ আফ্রিকা বোর্ডের

নতুন টুইটে সকল দক্ষিণ আফ্রিকানদের অভিনন্দন

Faf du Plessis. (Photo Source: IPL/BCCI)

অভিনন্দনসূচক বার্তাসহ দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রশাসনিক সংস্থা ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) যে পোস্টটি করেছিল তাতে উল্লেখ ছিল না চেন্নাই সুপার কিংসের দুই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের নাম – ফাফ ডু প্লেসি ও ইমরান তাহির। যা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড় ও বিতর্ক। মনে করা হচ্ছিল ডু প্লেসি ও তাহিরকে ছাড়াই যেহেতু দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপ খেলতে চলেছে তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ওই দুই ক্রিকেটারের নাম এড়িয়ে যাওয়া হয়েছে।

Advertisement
Advertisement

বিতর্ক ধামাচাপা দিতে আগের টুইটটি ডিলিট করে নতুন টুইট করে সিএসএ। নতুন টুইটে অভিনন্দন বার্তাসহ লেখা হয়, “সকল দক্ষিণ আফ্রিকানদের অভিনন্দন যাঁরা আইপিএল ২০২১-এর ফাইনালে অংশ নিএছিলেন এবং জিতেছিলেন।” 

প্রথম টুইটে শুধু এনগিডির নাম

ফাইনালের সর্বোচ্চ স্কোরার ছিলেন ফাফ ডু প্লেসি। তাঁর ৫৯ বলে ৮৬ রানের সৌজন্যে চেন্নাই ১৯২ রানের বিশাল বড় রান খাড়া করে। তাঁর এই ব্যাটিংয়ের স্বীকৃতিস্বরূপ প্লেয়ার অফ দ্য ম্যাচের শিরোপাও পান। সেই ডু প্লেসিকেই বাদ দিয়ে টুইট আসায় সমালোচনার ঝড় বয়ে যায়। যদিও পরের টুইটিটিতে আলাদা করে ডু প্লেসির নাম উল্লেখ করে বলা হয়, “ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার মতো পারফর্ম্যান্স করা ফাফ ডু প্লেসি উল্লেখের দাবি রাখেন।”

পূর্ববর্তী পোস্টটিতে লেখ হয়েছিল, “অভিনন্দন @লুঙ্গিএনগিডি চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২১ আইপিএল জেতার জন্য।” সমালোচিত হতেই টুইটটি ডিলিট করে দেওয়া হলেও ততক্ষণে তা ডু প্লেসির নজরে পড়ে যায় এবং প্রতিক্রিয়া হিসেবে তিনি লেখেন, “তাই নাকি?” স্বাভাবিকভাবেই ডু প্লেসি তাঁর নাম দেখতে না পেয়ে বিস্মিত হন। ডেল স্টেইন পূর্বের টুইটটি প্রসঙ্গে বলেন, “ন্যক্কারজনক”। 

স্টেইন আরো বলেন, “এই অ্যাকাউন্টের দায়িত্বে কে আছেন? এখনো ফাফ অবসর নেয়নি, তাহির অবসর নেয়নি, দুজনেই এতোদিন ধরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের এতো সেবা করে এসেছে এবং তারপরেও ন্যূনতম নাম উল্লেখের যোগ্যতাও হল না ওদের? ন্যক্কারজনক”।

সিএসএর পক্ষ থেকে নতুন টুইটে লেখা হয়, “সকল দক্ষিণ আফ্রিকানদের অভিনন্দন যাঁরা আইপিএল ২০২১-এর ফাইনালে অংশ নিয়েছিলেন এবং জিতেছিলেন। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার মতো পারফর্ম্যান্স করা ফাফ ডু প্লেসি আলাদা করে উল্লেখের দাবি রাখেন।”

ম্যাচ জেতার পর ডু প্লেসি বলেছিলেন, “খুবই ভালো একটা দিন। আজকের জন্য আমি কৃতজ্ঞ। আইপিএলের ১০০তম ম্যাচ ছিল আমার। এখানে খেলে ভালো লাগে। মাঝে দুটো মরসুম বাদ দিলে দশ বছর হয়ে গেল এখানে। ট্রফি ক্যাবিনেটে চতুর্থ সংযোজন। গায়কোয়াড় বিশেষ একটি প্রতিভা। ওর প্রতিভা পেয়ে ভারতীয় ক্রিকেট উপকৃত হবে। ভবিষ্যতে আরো উন্নতি করবে।”  

টি-২০ বিশ্বকাপের স্কোয়াড থেকে যখন ডু প্লেসি বাদ পড়েন তখনও ক্রিকেট সাউথ আফ্রিকা প্রশ্নের মুখে পড়েছিল।