দলে ঢোকানোর প্রতিশ্রুতি, প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

Dubai International Stadium
Dubai International Stadium. (Photo Source: IPL/BCCI)

ভারতীয় ক্রিকেট দলে খেলা যে কোনও ভারতীয় ক্রিকেটারের কাছে স্বপ্নের মতো। আর সেই স্বপ্ন পূরণের মঞ্চে রাজ্য স্তরে ধারাবাহিক পারফর্ম করলে ভারতীয় টিমের দরজাও খুলে যায় এবং আইপিএলেও খেলার সুযোগ মেলে। কিন্তু এখানেই এবার দুর্নীতির অভিযোগ উঠল। রাজ্য স্তরের দলে এবং আইপিএলে সুযোগ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উঠতি ক্রিকেটারদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। সেই ব্যক্তির কুলবীর রাওয়াত। তিনি এক জন কোচ। তাঁকে জেরা করেই সিকিম ক্রিকেট সংস্থার নির্বাচকের নাম সামনে এসেছে। সিকিম ক্রিকেট সংস্থার নির্বাচক বিকাশকে নোটিশ পাঠিয়ে তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দিতে পারেন তদন্তকারীরা। সিকিম ক্রিকেট সংস্থা ইতিমধ্যেই বিকাশকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি জারি করে ঘটনায় তাঁর ভূমিকার কথা জানতে চেয়েছে।

কুলবীর রাওয়াত এবং আশুতোষ বোরা নামে এক ব্যক্তির বার্তা চালাচালির খোঁজ তদন্তকারীরা পেয়েছেন এবং সেখানে বেশ কিছু বড় নামও পাওয়া গিয়েছে। যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার সহ-সভাপতি মহিম বর্মা, নির্বাচক আক্রম খান এবং উত্তরাখন্ড ক্রিকেট সংস্থার সিইও আমন এই চক্রের সঙ্গে যুক্ত। রাওয়াত জানিয়েছেন, উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডের ক্রিকেটারদের নির্বাচনে একাধিক বার জড়িত ছিলেন তিনি।

অন্যদিকে, রেট্রো জার্সি কি তাহলে অতীত হতে চলেছে ? অন্তত ১৩ তারিখের পর এই প্রশ্নের উত্তর মিলবে। কারণ, আগামী বুধবার বিসিসিআই ভারতের নতুন জার্সি প্রকাশ করবে টি ২০ বিশ্বকাপের জন্য। সেই জার্সি কেমন হবে সেই নিয়ে কৌতূহলের অন্ত নেই। তবে এই নতুন জার্সি পরেই ভারত প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। তাই উত্তেজনায় ফুটছে ক্রিকেট প্রেমীরা।

ভারতের টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ২৪ অক্টোবর। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে বারতে হারানোর জন্য মাইন্ড গেম শুরু গিয়েছে। যদিও ভারত এসব পাত্তা না দিয়ে মাঠে জবাব দিতে তৈরি। অন্যদিকে বিশ্বকাপের টিমে শ্রেয়স আইয়ারের ঢোকার সম্ভাবনা প্রবল। আর কোন কোন ক্রিকেটার নতুন করে টিমে ঢোকে সেটাই এখন দেখার।