সিপিএল ২০২৩, ম্যাচ ২০, ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম বার্বাডোস রয়্যালস: ম্যাচ প্রিভিউ,সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

Trinbago Knight Riders vs Barbados Royals
Trinbago Knight Riders vs Barbados Royals. (Photo Source: Twitter)

৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৩-এর ২০ তম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর) এবং বার্বাডোস রয়্যালস (বিআর) একে অপরের মুখোমুখি হবে। টিকেআর এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে এবং এর মধ্যে ৩টি ম্যাচে তারা জয় পেয়েছে এবং ২টি ম্যাচে তারা পরাজয়ের মুখোমুখি হয়েছে। একটি ম্যাচে বৃষ্টির কারণে কোনও ফলাফল পাওয়া যায়নি। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, বিআর ৭টি ম্যাচ খেলে ৩টি ম্যাচে জিতেছে এবং ৩টি ম্যাচে হেরেছে। তাদের একটি ম্যাচও বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন দল পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। টিকেআর এবং বিআর উভয় দলের পয়েন্ট সংখ্যাই সমান। তবে কায়রণ পোলার্ডের নেতৃত্বাধীন দল বিআরের তুলনায় একটি ম্যাচ কম খেলেছে। এছাড়াও, ত্রিনবাগো নাইট রাইডার্সের নেট রান রেট ধনাত্মক এবং বার্বাডোস রয়্যালসের নেট রান রেট ঋণাত্মক।

ত্রিনবাগো নাইট রাইডার্স তাদের আগের ম্যাচে গুয়ানা আমাজন ওয়ারিয়র্সের (জিইউওয়াই) কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছিল। টিকেআর প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান তুলেছিল। জিইউওয়াই ১৯.১ ওভারে ৪ উইকেটে ১৭৫ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল।

অন্যদিকে, বার্বাডোস রয়্যালস তাদের আগের ম্যাচটিতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের (এসকেএন) বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেয়েছিল। এসকেএন ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান করেছিল। বিআর ১১ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নিয়েছিল। আসন্ন ম্যাচটির ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।

পিচ রিপোর্ট

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালের পিচ ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগের জন্যই খুব ভালো। অর্থাৎ, পিচটি খুবই ভারসাম্যপূর্ণ। যারা এই পিচটিকে ভালোভাবে বুঝতে পারবেন তারাই সফলতা পাবেন। মাঝের ওভারগুলিতে স্পিনারদের সামনে সমস্যায় পড়তে পারেন ব্যাটাররা। তবে পিচে সেট হয়ে গেলে ব্যাটারদের খুব একটা অসুবিধা হবে না। টসজয়ী অধিনায়ক রান তাড়া করার কথা ভাবতে পারেন।

সম্ভাব্য একাদশ

ত্রিনবাগো নাইট রাইডার্স

মার্টিন গাপটিল, মার্ক ডেয়াল, নিকোলাস পুরান, কায়রণ পোলার্ড (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, আকিল হোসেন, আলি খান, কাদিম অ্যালেন, ওয়াকার সালামখেইল।

বার্বাডোস রয়্যালস

রাহকিম কর্নওয়াল, কাইল মেয়ার্স, অ্যালিক অ্যাথানাজে, লরি ইভান্স, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), জেসন হোল্ডার, কার্লোস ব্র্যাথওয়েট, নাইম ইয়ং, রিভালডো ক্লার্ক (উইকেটরক্ষক), রোয়েলফ ভ্যান ডার মারউই, কায়েস আহমেদ।

ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম বার্বাডোস রয়্যালস হেড টু হেড

ম্যাচ – ২২ | ত্রিনবাগো নাইট রাইডার্স – ১৩ | বার্বাডোস রয়্যালস – ৯

সম্প্রচার বিবরণী

ম্যাচ – ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম বার্বাডোস রয়্যালস

সময় – ভোর ৪:৩০টা

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইট