সিপিএল ২০২৩, প্লে-অফ, গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স: ম্যাচ প্রিভিউ,সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

Guyana Amazon Warriors and Trinbago Knight Riders
Guyana Amazon Warriors and Trinbago Knight Riders. (Photo Source: Twitter)

২১শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৩-এর প্লে-অফসের দ্বিতীয় ম্যাচে গুয়ানা আমাজন ওয়ারিয়র্স (জিইউওয়াই) এবং ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর) একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আয়োজন করবে।

গুয়ানা আমাজন ওয়ারিয়র্স এই মরসুমের পয়েন্ট তালিকায় প্ৰথম স্থান অধিকার করেছে। তারা লিগ পর্যায়ে তাদের ১০টি ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় পেয়েছিল এবং মাত্র ১টি ম্যাচে হারের মুখোমুখি হয়েছিল। তাদের একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। তাদের পয়েন্ট সংখ্যা এবং নেট রান রেট হল যথাক্রমে ১৭ এবং ১.৭২৫।

অন্যদিকে, ত্রিনবাগো নাইট রাইডার্স পয়েন্ট তালিকায় গুয়ানা আমাজন ওয়ারিয়র্সের ঠিক পরেই রয়েছে। কায়রণ পোলার্ডের নেতৃত্বাধীন দল তাদের ১০টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জিতেছিল এবং ৩টি ম্যাচে হেরেছিল। তাদের একটি ম্যাচও বৃষ্টির কারণে খেলা সম্ভব হয়নি। টিকেআর ১৩ পয়েন্ট পেয়ে করে প্লে-অফসে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তাদের নেট রান রেট হল ০.৯০৩।

লিগ পর্যায়ে গুয়ানা আমাজন ওয়ারিয়র্স এবং ত্রিনবাগো নাইট রাইডার্স দুইবার একে অপরের মুখোমুখি হয়েছিল। এই দুটি ম্যাচেই ৬ উইকেটে জয় পেয়েছিল ইমরান তাহিরের নেতৃত্বাধীন দল।

পিচ রিপোর্ট

প্রভিডেন্স স্টেডিয়ামের পিচ ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগের জন্যই বেশ ভালো। পেসাররা শুরুর দিকের ওভারগুলিতে পিচ থেকে সাহায্য পাবেন। অন্যদিকে, স্পিনাররা মাঝের ওভারগুলিতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। ব্যাটাররা সেট হয়ে গেলে খুব সহজেই রান করতে পারবেন। তবে সেট না হয়ে বড় শট খেলতে গেলে ব্যাটাররা সমস্যায় পড়তে পারেন। এই মাঠে রান তাড়া করাই বেশি সুবিধাজনক। তাই টসজয়ী দল প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।

সম্ভাব্য একাদশ

গুয়ানা আমাজন ওয়ারিয়র্স

সাইম আইয়ুব, ওডেন স্মিথ, শাই হোপ, শিমরন হেটমায়ার, আজম খান (উইকেটরক্ষক), ডোয়েন প্রিটোরিয়াস, কেলভন অ্যান্ডারসন, গুড়াকেশ মতি, রন্সফোর্ড বিটন, ইমরান তাহির (অধিনায়ক), শামার জোসেফ।

ত্রিনবাগো নাইট রাইডার্স

মার্টিন গাপটিল, মার্ক ডেয়াল, নিকোলাস পুরান, লোরকান টাকার (উইকেটরক্ষক), কায়রণ পোলার্ড (অধিনায়ক), আকিল হোসেন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, আলি খান, ওয়াকার সালামখেইল, জেডেন সিলস।

গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স হেড টু হেড

ম্যাচ – ২৭ | গুয়ানা আমাজন ওয়ারিয়র্স – ১৪ | ত্রিনবাগো নাইট রাইডার্স – ১৩

সম্প্রচার বিবরণী

ম্যাচ – গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স

সময় – ভোর ৪:৩০টে

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইট