সিপিএল ২০২৩, ম্যাচ ২৬, গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস: ম্যাচ প্রিভিউ,সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী
আপডেট করা - Sep 14, 2023 9:01 pm

১৫ই সেপ্টেম্বর, শুক্রবার, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৩-এর ২৬ তম ম্যাচে গুয়ানা আমাজন ওয়ারিয়র্স (জিইউওয়াই) এবং সেন্ট লুসিয়া কিংস (এসএলকে) একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
গুয়ানা আমাজন ওয়ারিয়র্স ইতিমধ্যেই চলতি সিপিএলের প্লেঅফসে পৌঁছে গিয়েছে। জিইউওয়াই এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৬টি ম্যাচে তারা জয় পেয়েছে এবং ১টি ম্যাচে কোনও ফলাফল পাওয়া যায়নি। অর্থাৎ, এই মরসুমে তারা এখনও পর্যন্ত একটি ম্যাচেও পরাজয়ের মুখোমুখি হয়নি। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় প্ৰথম স্থানে রয়েছে গুয়ানা আমাজন ওয়ারিয়র্স।
জিইউওয়াই তাদের আগের ম্যাচে জামাইকা তালাওহসকে (জেএএম) ৭ উইকেটে পরাজিত করেছিল। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৫ উইকেটে ১৫২ রান তুলেছিল জেএএম। ইমরান তাহিরের নেতৃত্বাধীন দল ৯ বল বাকি থাকতেই ৩ উইকেটে ১৫৫ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল।
সেন্ট লুসিয়া কিংসের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ প্লেঅফসের জন্য আর মাত্র ২টি জায়গা ফাঁকা রয়েছে। এসএলকে এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে এবং মাত্র ৩টি ম্যাচে জয় পেয়েছে। বাকি ৫টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচে তারা পরাজিত হয়েছে এবং ২টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সেন্ট লুসিয়া কিংস পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এসএলকে তাদের আগের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) কাছে ৭ উইকেটে হেরেছিল। সিকান্দার রাজার নেতৃত্বাধীন দল ২০ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান করতে সক্ষম হয়েছিল। টিকেআর ১৮.৫ ওভারে ৩ উইকেটে ১৬৯ রানে পৌঁছনোর মাধ্যমে ম্যাচটি জিতে নিয়েছিল। আসন্ন ম্যাচটিতে এসএলকে জয়ের পথে ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
পিচ রিপোর্ট
প্রভিডেন্স স্টেডিয়ামের পিচ থেকে ব্যাটাররা বোলারদের তুলনায় অনেক বেশি সাহায্য পাবেন। শুরুর দিকে পেসাররা বলে সুইং পাবেন এবং সেটাই হল তাদের জন্য উইকেট নেওয়ার সবথেকে বড় সুযোগ। ব্যাটাররা যদি পিচে সেট হয়ে যায় তাহলে তাদের আউট করা কঠিন হতে পারে। এই মাঠে ১৮০-১৯০ ভালো রান হিসেবে গণ্য হবে। টসজয়ী অধিনায়ক প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন, কারণ এখানে রান তাড়া করা বেশি সুবিধাজনক।
সম্ভাব্য একাদশ
গুয়ানা আমাজন ওয়ারিয়র্স
সাইম আইয়ুব, শাই হোপ, আজম খান (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, ডোয়েন প্রিটোরিয়াস, রোমারিও শেফার্ড, কিমো পল, ওডেন স্মিথ, গুড়াকেশ মতি, ইমরান তাহির (অধিনায়ক), জুনিয়র সিনক্লেয়ার।
সেন্ট লুসিয়া কিংস
কলিন মুনরো, জনসন চার্লস (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা (অধিনায়ক), শ্যাড্রাক ডেসকার্টে, রোশন প্রিমাস, রোস্টন চেস, খ্যারি পিয়ের, আলজারি জোসেফ, পিটার হ্যাডজোগলু, ম্যাথু ফোর্ডে।
গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস হেড টু হেড
ম্যাচ – ২১ | গুয়ানা আমাজন ওয়ারিয়র্স – ১৩ | সেন্ট লুসিয়া কিংস – ৭ | অমীমাংসিত – ১
সম্প্রচার বিবরণী
ম্যাচ – গুয়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস
সময় – ভোর ৪:৩০টে
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইট