আবারও চলল নারিন জাদু, বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স

Sunil Narine
Sunil Narine. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

প্লে অফের পর ফাইনালের মঞ্চেও সেই নারিন জাদু। আর তাতেই বরিশাল ফরচুনকে হারিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাট হাতে নারিনের ঝোরো অর্ধশতরান এবং সঙ্গে দু উইকেট। ক্যারিবিয়ান তারকার হাত ধরে শের ই বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়নের হাসি হাসলেন ইমরুণ কায়েসই। লড়াইটা হাড্ডহাড্ডি হলেও সাকিব অল হাসানরা পারলেন না। লড়াইটা অবশ্য শেষবল পর্যন্ত চলল। কিন্তু এক রানে বরিশাল ফরচুনকে হারিয়ে দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এবারের প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল শাকিব অল হাসানের বরিশাল ফরচুন। ফর্মে ছিলেন সাকিব নিজেও। লিগ টেবিলের শীর্ষে থেকেই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছেছিল বরিশাল ফরচুন। অন্যদিকে প্লে অফে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্লে অফের মঞ্চেই বিপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান করে কুমিল্লাকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন সুনাল নারিন।

ফাইনালের মঞ্চেও সেই ক্যারিবিয়ান তারকার দাপটেই ম্যাচ জিতে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। ওপেনিংয়ে শুরু থেকেই এদিন বিধ্বংসী ফর্মে ছিলেন সুনীল নারিন। যদিও তাঁকে ডুপ্লেসি, লিটন দাসরা যোগ্য সঙ্গত দিতে পারেননি। কিন্তু নারিন নিজের খেলা চালিয়ে যান। ২৩ বলে ৫৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন নারিন।

বরিশালকে ১ রানে হারিয়ে তৃতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স

তাঁর ৫৭ রানের ইনিংলটি সাজানো রয়েছে ৫টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি দিয়ে। তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারলে এদিন কুমিল্লার বড় রান হতেই পারত। যদিও শেষপর্যন্ত তা হয়নি। নারিন যখন এদিন ফেরেন তখন কুমিল্লার রান  ২ উইকেটে ৬৯। শেষ মুহূরি্তে মোঈন আলি এবং আবু হায়দারদের হাত ধরে ১৫১ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বরিশালের জয়ের জন্য তখন প্রয়োজন ১৫২ রান। আর ওপেনিংয়ে রয়েছেন ক্রিস গেইলের মতো তারকা। ৫ রানের মধ্যে তাদের এক উইকেট চলে গেলেও, ম্যাচের হাল ধরেন গেইল ও সৈকত আলি। এই পার্টনারশিপ বড় আকার ধারণ করলে এদিন হয়ত কুমিল্লার কিছুই করার থাকতনা। সেখানেও ত্রাতা সেই নারিনই। গেইলকে ফিরিয়ে দিয়ে স্বস্তি ফেরান তিনিই। শুধু তাই নয় আরও এক বিধ্বংসী তরকাকেও সাজঘরের রাস্তা দেখিয়ে দেন সুনীল নারিনই। শাকিবকে অবশ্য ফেরান তানভির ইসলাম।

তখনও পুরোপুরি স্বস্তি আসেনি। কারণ বরিশালের শিবিরে রয়েছেন ডোয়েন ব্রাভো। সেখানেও দলকে স্বস্তি দেন সুনীল নারিনই। ডোয়েন ব্রাভোকে রানের খাতাই খুলতে দেননি তিনি। শূন্য রানে ব্রাভো ফেরার পরই জয়টা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল কুমিল্লার। যদিও বরিশালও শেষপর্যন্ত লড়াইটা চালিয়ে যায়। কিন্তু শেষরক্ষা করতে পারনি। ১৫০ রানেই থামতে হয় বরিশাল ফরচুনকে। ১ রানে জিতে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।