লিটন-সৌম্য জুটিতে আস্থা কোচের, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিততে আশাবাদী বাংলাদেশ

Liton Das
Liton Das. (Photo Source: should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

দুজনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক প্রায় সমসাময়িক সময়ে। একসাথে ওপেনিং করেছেন বহু ম্যাচে। জুটি বেঁধে তৈরি করেছেন বড় রানের লক্ষ্য মাত্রা। কিন্তু কিছু কারণবশত এই দুজনের জুটি স্থায়ী হতে পারেনি মাঠে। বর্তমানে বাংলাদেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে দুজনেই ভালো ছন্দে আছেন। খুশি হাজারও বাংলাদেশি সমর্থক। খুশি দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। এই পরিস্থিতিতে ফর্ম ধরে রাখার জন্য এই জুটিকেই ওপেনিং পার্টনারশিপে দেখতে চান বাংলাদেশ দলের কোচ। সিরিজের প্রথম ম্যাচে ২০৬ রান তারা করতে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে শূন্য রানে বিদায় নিতে হয় লিটন দাসকে। ব্যাট হাতে খুব একটা দাগ কাটতে পারেননি সৌম্য সরকারও। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে জাকের আলী হাল ধরলেও ম্যাচে জয় এনে দিতে পারেনি বাংলাদেশকে। দারুন লড়াই করেও ম্যাচটিতে পরাজিত হতে হয় ৩ রানে। সেই তুলনায় গত ম্যাচের পরিস্থিতি ছিল ভিন্ন। ১৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশকে দারুন শুরু উপহার দেয় এই ওপেনিং জুটি। সৌম্য ও লিটন করেন ৬৮ রান। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটি ৮ উইকেটে জিতে নেয়। সিরিজের তৃতীয় ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে দলের কোচ ওপেনিং জুটি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। হাথুরুসিংহে একটি বিবৃতি দিয়ে বলেন, ‘এটা আসলে শুধু এই জুটি নিয়ে নয়, মূল ব্যাপারটা হলো আমরা আগে যা ভুল করেছি সেগুলিকে শুধরে নেওয়া। এটা যদি কাজ করে তার মানে এই নয় যে অনেক কিছু পরিবর্তন করে ফেলা হয়েছে। ওরা দুজনেই খুব ভালো মানসিকতা নিয়ে ব্যাটিং করছে। আমরা ওপেনিং জুটিতে বদল করতে বাধ্য হয়েছি কারণ পুরনো কৌশল কাজে দিচ্ছিল না। এখন এই জুটি যদি ভালো ফল করে আমরা স্বাভাবিকভাবেই চাইবো, তারা যেন আগামীতে এভাবেই খেলা চালিয়ে যায়। শুধু ওপেনিং জুটি নয়, সব জায়গাতেই।’

তাওহীদ হৃদয়ও দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হিসাবে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন।

তবে জাতীয় দলে তিনি মিডল অর্ডারের দায়িত্বই সামলাচ্ছেন। তিনি ৪ নম্বরে ব্যাট করতে নেমেই ভালো রান সংগ্রহ করেছেন। বাংলাদেশ কোচ এই প্রসঙ্গে বলেছেন, ‘ এটাই দলের জন্য ভালো। জাতীয় দলের জন্য যেটা ভালো, সেই পদক্ষেপটা আমাদের নিতে হবে।’ এর পাশাপাশি তিনি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিন নম্বরে ব্যাট করার কথা উল্লেখ করেন। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘ ফ্রাঞ্চাইজি লীগে দল হয়তো ওকে তিন নম্বরে নামানোর কথাই মনে করেছে। ওটাই হয়ত দলের জন্য ওর যোগ্য জায়গা। কিন্তু এই মুহূর্তেও দলের জন্য চার নম্বরে ব্যাট করেই সাবলীল।’