আসন্ন ওডিআই বিশ্বকাপ নিয়ে আলোচনায় রাহুল দ্রাবিড় এবং অজিত আগরকর, টি-২০ ক্রিকেটে রোহিত শর্মা, বিরাট কোহলির ভবিষ্যতের ব্যাপারেও নেওয়া হতে পারে সিদ্ধান্ত
আপডেট করা - Jul 18, 2023 8:15 pm
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এরই মাঝে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাচক অজিত আগরকর। ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। সেই নিয়েই তিনি প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে আলোচনা করবেন। অধিনায়ক রোহিত শর্মাও সেইখানে উপস্থিত থাকতে পারেন। এছাড়াও টি-২০ ক্রিকেটে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যতের ব্যাপারেও কথা বলবেন দ্রাবিড় এবং আগরকর।
বিসিসিআইয়ের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “এখন ওয়েস্ট ইন্ডিজ়ে দলের সঙ্গে রয়েছেন জাতীয় নির্বাচক সলিল আঙ্কোলা। কিন্তু টেস্ট সিরিজ়ের পরে তিনি ফিরে আসবেন। সাদা বলের ক্রিকেট শুরু হওয়ার আগে সেখানে যাবেন আগরকর।”
কিছুদিন আগেই ভারতীয় দলের প্রধান নির্বাচক পদে নিযুক্ত হয়েছেন অজিত আগরকর। তবে এখনও পর্যন্ত দল এবং সাপোর্ট স্টাফদের সাথে সামনাসামনি কথা হয়নি তার। আসন্ন ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে আগেভাগেই সব কাজ সেরে রাখতে চাইছেন আগরকর। ৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হবে। এইবারে দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে ভারতীয় দল। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটির জন্য এখন থেকেই কাজ শুরু করে দিতে চাইছেন ভারতীয় দলের প্রধান নির্বাচক।
জাসপ্রিত বুমরাহের দলে ফেরার ব্যাপারেও আলোচনা করা হতে পারে
এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিকভারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ। তার খুব শীঘ্রই মাঠে ফেরার কথা রয়েছে। বিশ্বকাপের আগে বুমরাহকে অবশ্যই পুরোপুরি ফিট দেখতে চাইবে ভারতীয় দল। তিনি কবে দলে ফিরবেন সেই ব্যাপারে দ্রাবিড়ের সাথে আলোচনা করতে পারেন আগরকর। ঋষভ পন্থ এবং শ্রেয়াস আইয়ারের ভবিষ্যত নিয়েও কথা বলতে পারেন তারা।
নির্বাচকরা ওডিআই বিশ্বকাপের জন্য ২০ জন খেলোয়াড়কে বাছাই করে রাখতে চাইছেন বলে জানা গেছে। এখান থেকেই পরে ১৫ অথবা ১৬ জনকে চূড়ান্ত দলের জন্য নির্বাচন করা হবে। এই ব্যাপারেও কথা বলবেন দ্রাবিড় এবং আগরকর।
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর আর এই ফরম্যাটে খেলেননি বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া। ভবিষ্যতে রোহিত এবং কোহলিকে হয়তো শুধুমাত্র টেস্ট এবং ওডিআইতেই দেখা যেতে পারে। শেষমেশ বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।