শততম টেস্টে লজ্জার রেকর্ড পূজারার, আউট হলেন শূন্য রানে
ন্যাথান লায়নের ডেলিভারিতে এলবিডাব্লিউ পূজারা
আপডেট করা - Feb 18, 2023 12:45 pm

ভারত প্রথম দিন ২১/০ স্কোরে শেষ করার পরে, ১৮ই ফেব্রুয়ারি, শনিবার, দিল্লিতে দ্বিতীয় টেস্টের ২য় দিনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চিত্তাকর্ষক ক্রিকেট জারী থাকে। ভারতীয় ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মা ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন এবং পার্টনারশিপকে ৪৬ রানে নিয়ে যান। তবে ন্যাথান লায়নের একটি ডেলিভারি রাহুলের প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন এবং ডিআরএসের সাহায্য নিলেও রাহুল নিস্তার পাননি। রাহুলের আউট হওয়ার পরে ১০০তম টেস্ট খেলতে নামা চেতেশ্বর পূজারা ক্রিজে আসেন।
যদিও রাজকোটে জন্মগ্রহণকারী ব্যাটার তাঁর বিশেষ ম্যাচে ছাপ রেখে যেতে পারেননি কারণ সাত বল খেলে শূন্য রানে লায়নের বলেই আউট হন তিনি। অস্ট্রেলিয়ান স্পিনার রাউন্ড দ্য উইকেট কোণে এসে পূজারাকে বোলিং করেছিলেন এবং ডেলিভারিটি পূজারা ডিফেন্ড করার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তাঁর প্যাডে লাগে। আম্পায়ার এলবিডাব্লিউয়ের আবেদনে সাড়া না দিলেও, ডিআরএসের সাহায্য নিয়ে অস্ট্রেলিয়া তাঁর উইকেটটি পায়।
আগে একবার রক্ষা পেলেও ভাগ্য বেশীক্ষণ সহায়তা করেনি পূজারাকে
কোনো রান না করে ৩৫ বছর বয়সী ড্রেসিং রুমে ফেরায় ১০০তম টেস্টে শূন্য রানে আউট হওয়া অষ্টম খেলোয়াড় হওয়ার অসম্মান জুটেছে পূজারার কপালে। তিনি সেই তালিকায় যোগ দিয়েছেন যেখানে আগে থেকেই আছেন দিলীপ ভেঙ্গসারকার, অ্যালান বর্ডার, মার্ক টেলর, স্টিফেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালাম, অ্যালেস্টেইর কুকের মতো বড় নামগুলি।
তাঁর ইনিংসের শুরুর দিকে তিনি মাত্র দ্বিতীয় বলে এলবিডব্লিউ হওয়া থেকে বেঁচে যান। লায়নের একটি ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে বলটি তাঁর প্যাডে আঘাত করার পরে আম্পায়ার পুরো অস্ট্রেলিয়ান দলের আবেদন প্রত্যাখ্যান করেন এবং তাঁকে নট আউট ঘোষণা করেন। তাঁর সতীর্থদের যথেষ্ট সমর্থন না থাকায় এবং ইনিংসের শুরুতেই দুটি রিভিউ নষ্ট করে ফেলায় অধিনায়ক প্যাট কামিন্স আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা না করার সিদ্ধান্ত নেন।
তবে রিপ্লেতে যখন বল ট্র্যাকিং দেখানো হয়, তখন দেখা যায় যে বলের পিচিং, ইম্প্যাক্ট ও উইকেটে হিটিং – তিনটিই লাল ছিল এবং অস্ট্রেলিয়া ডিআরএসের সুবিধা নিলে পূজারা তখনই প্যাভিলিয়নের পথে যেতেন। যদিও অস্ট্রেলিয়াকে এর জন্য আক্ষেপ করতে হয়নি, কারণ সেই ইনিংসে আর মাত্র পাঁচ বল পরেই পূজারা আউট হয়ে যান।