সচিন, লক্ষ্মণ, দ্রাবিড়দের সঙ্গে অভিজাত তালিকায় পূজারা

চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৪২ রানে আউট হন পূজারা

Cheteshwar Pujara
Cheteshwar Pujara. (Photo Source: BCCI)

ভারতের ব্যাটার চেতেশ্বর পূজারা ১১ই মার্চ, শনিবার, আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনের সকালের সেশনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ফর্ম্যাটে ২০০০ রান অতিক্রম করে নজির গড়েছেন। সক্রিয় ভারতীয় খেলোয়াড়দের মধ্যে পূজারারই একমাত্র ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কেবল মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে এই রেকর্ড অর্জন করেছেন সৌরাষ্ট্রর ব্যাটার।

আহমেদাবাদ টেস্টের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৯১ রান করা পূজারা ৯ রান পূর্ণ করার পরেই সচিন তেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে অভিজাত তালিকায় যোগ দিয়েছিলেন পূজারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ২০০০ বা তার বেশী রান করা প্রথম ভারতীয় ব্যাটার হয়েছিলেন সচিন।

এই ডান-হাতি ব্যাটার গত কয়েক বছর ধরে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছু অবিস্মরণীয় ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়ায় আয়োজিত ২০২০-২১ বর্ডার-গাভাস্কার ট্রফিতে খুব বড় ইনিংস তাঁর ব্যাট থেকে না এলেও অস্ট্রেলিয়ান পেস-বোলিং আক্রমণের বিরুদ্ধে তাঁর বুক চিতিয়ে লড়ে যাওয়া ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনে থেকে যাবে।

২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে পূজারা দেখিয়েছিলেন কেন তিনি বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার। দক্ষ অস্ট্রেলিয়ান আক্রমণকে নাস্তানাবুদ করে পূজারা ৪ ম্যাচে ৫২১ রান করেছিলেন। ৩টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি পূজারা ৭৪.৪২ গড় বজায় রেখেছিলেন।

২০১০-এ প্রথমবার বর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলা পূজারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে আয়োজিত তাঁর প্রথম টেস্টে ৭২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে জিততে সাহায্য করেছিলেন। সামগ্রিকভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ ম্যাচে ৪৩ ইনিংসে ২০৩৩ রান করেছেন পূজারা।

টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয়দের সর্বোচ্চ রান

সচিন তেন্ডুলকার – ৩৯ ম্যাচে ৩৬৩০ রান
ভিভিএস লক্ষ্মণ – ২৯ ম্যাচে ২৪৩৪ রান
রাহুল দ্রাবিড় – ৩৩ ম্যাচে ২১৬৬ রান
চেতেশ্বর পূজারা – ২৪ ম্যাচে ২০৩৩ রান

এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচের ২য় দিনে শুবমান গিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে পূজারা ১১৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। চা পানের বিরতির আগে দ্বিতীয় শেষ ওভারে টড মার্ফির একটি ডেলিভারি পূজারার ইনসাইড এজ পেরিয়ে তাঁর প্যাডে লাগায় এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ব্যাটার। ১২১ বলে ৪২ রানে শেষ হয় পুজারার ইনিংস।