উমরান মালিককে নিয়ে বিশেষ পরামর্শ রবি শাস্ত্রীর

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Getty Images)

এবারের আইপিএলের মঞ্চ থেকে উঠে এসেছে বহু তরুণ তারকা। তবে তাদের সকলের মধ্যে সবচেয়ে বেশী নজর কেড়েছেন একজনই। জম্মু ও কাশ্মীরের উমরান মালিককে নিয়েই এবারের আইপিএলে সবচেয়ে বেশী আলোচনা। চলতি আইপিএলে প্রথম ম্যাচ থেকেই তাঁর গতির ঝলকে সকলের মন ছুঁয়ে জিতে নিয়েছেন উমরান মালিক। তাঁর পারফরম্যান্স দেখার পর থেকেই উমরান মালিককে ভারতীয় দলে নেওয়ার কথা শোনা যাচ্ছে সকলের মুখে। এবার সেই কথাই রবি শাস্ত্রীর মুখেও।

উমরান মালিকের মতো দুর্ধর্ষ বোলারকে ইতিমধ্যেই ভারতীয় দলের বার্ষিক চুক্তির অন্তর্ভুক্ত করা উচিত্ বলে মনে করছেন রবি শাস্ত্রী। তাঁর মতো প্রতিভাকে একেবারেই ছেড়ে দেওয়া উচিত্ নয় বলে মনে করেছেন প্রাক্তন ভারতীয় কোচ। তাঁর মতে উমরান মাবিকের মতো প্রতিভা এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে খুব কমই রয়েছে। আর সেজন্যই ইতিমধ্যে বোর্ডের বার্ষিক চুক্তির মধ্যে এই ক্রিকেটার নিয়ে আসা উচিত্ বলে মনে করেন তিনি।

গতবারের আইপিএল থেকেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্ধর্, পারফরম্যান্স প্রদর্শন করছেন উমরান মালিক। এবারের আইপিএলে গতির ঝলকের সঙ্গে উইকেটও তুলছেন তিনি। ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে ২১টি উইকেট তুলে ফেলেছেন তিনি। বিশেষকরে শেষ ম্যাচে  মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও দুরন্ত বোলিং করেছেন তিনি। ৩ ওভারে ২৩ রান দিয়ে একাই ৩ উইকেট নিয়ে মুম্বইয়ের ব্যাটিংকে শেষ করে দিয়েছিলেন তিনি।

চলতি আইপিএলে ১৩ ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন উমরান মালিক

প্রতিযোগিতা যত এগো্ছে ততই তাঁকে দেখে মুগ্ধ হচ্ছেন রবি শাস্ত্রী। তাঁর মতে বার্ষিক চুক্তির মধ্যে তাঁরে নিয়ে সামি, বুমরাহদের সঙ্গে রেখে উমরানকে তৈরি করা উচিত্ ভারতীয় দলের। ইএসপিএন ক্রিকইনফোতে শাস্ত্রী জানিয়েছেন, “উমরান মালিকের সামনে এখন রয়েছে বার্ষিক চুক্তি। তিনি যেন ভেসে না যান। তাঁরে সবসময় প্রধান ক্রিকেটারদের মধ্যে রাখা উচিত্ এবং সামি, বুমরাদের থেকে যেন শিখতে পারেন সেই ব্যবস্থাই করা উচিত্ ভারতীয় দলের। তারা কেমনভাবে প্রস্তুতি করে, নিজেদের ওয়ার্কলোড কেমনভাবে ম্যামেজ করে সবকিছুই একেবারে সামনে থেকে শেখা উচিত্ তাঁর”।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে জোরে বোলিং করার রেকর্ড রয়েছে উমরান মালিকের নামে। গুজরাত টাইটন্সের বিরুদ্ধে এবার তিনিই প্রথম পেসার হিসাবে একাই পাঁচ উইকেট নিয়েছিলেন। শুধু তাই নয় নাইট রাইডার্সের বিরুদ্ধেও তাঁর দুর্ধর্ষ বোলিংয়ে সকলের নজর কেড়েছিলেন উমরান মালিক। গতম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদ জয়ের সরণীতে ফিরেছেন। সেই ম্যাচেও নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। এখন শুধুই দেখার ভারতীয় দলে কবে সুযোগ পান তিনি।