নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার

AUS vs NZ series (Source: X)

প্যাট কামিন্স অধিনায়ক হিসেবে প্রথমবারের জন্য জিতে নিলেন ট্রান্স-তাসমান ট্রফি। এটি তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত যা তাঁর ট্রফি ক্যাবিনেটের সংগ্রহকে আরো উজ্জ্বল করে তুলবে। এদিন ম্যাচ জিতে যথেষ্ট উচ্ছ্বসিত দেখায় কামিন্সকে। অজি অধিনায়ক কিউইদের বিরুদ্ধে ম্যাচ জয় প্রসঙ্গে বলেন, ‘গোটা ম্যাচটাই বেশ উত্তেজনাপূর্ণ ছিল।’ পাশাপাশি ম্যাচের লড়াইয়ের প্রশংসা করে বলেন, ‘ গত কয়েক ঘন্টা ধরে সবাই বেশ নার্ভাস ছিল। ব্ল্যাক ক্যাপদের বিরুদ্ধে এক আশ্চর্যজনক জয়। ছেলেরা আজ দুর্দান্ত পারফর্ম করেছে।’

যদিও দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি সম্পূর্ণ করতে পারেননি অ্যালেক্স ক্যারি। সেই প্রসঙ্গে প্যাটকে প্রশ্ন করা হলে অত্যন্ত বিনয়ীভাবে এই বিষয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ম্যাচের উত্তেজনায় তিনি অ্যালেক্স ক্যারির ৯৮ রানে থাকার বিষয়টি সম্পূর্ণ বিস্মৃতই হয়েছিলেন। এর পরবর্তী সময়ে তিনি ম্যাচ প্রসঙ্গে বলেন, টস কিছুটা সাহায্য অবশ্যই করেছিল। এর পাশাপাশি আগেকার দিনের টেস্ট ম্যাচের মতোই, প্রথম দিন যথেষ্ট দ্রুত রান উঠেছিল। তারপর পিচ পরিবর্তিত হতে থাকে। এছাড়াও তিনি এই পিচ নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, যখন সময় যাচ্ছে কিন্তু স্কোরবোর্ডে খুব একটা পরিবর্তন হচ্ছে না, তখন মনে হয় খেলায় সুযোগ রয়েছে। যে মুহূর্ত থেকে স্কোরবোর্ডে তারতম্য লক্ষ্য করা যায়, মনে হয় ম্যাচের চিত্রটা খুব দ্রুত পরিবর্তিত হতে থাকবে।

তিনি যখন ব্যাট করতে ক্রিজে আসেন অস্ট্রেলিয়া ২ বলে ২ উইকেট হারিয়ে কিছুটা পিছিয়ে পড়েছে। যদিও জয়ের জন্য তখনো প্রয়োজন ৫৪ রান। কামিন্স বিষয়টিকে ব্যাখ্যা করে বলেন, ‘ আমাদের লক্ষ্য ছিল ওদেরকে ব্যস্ত রাখা ও রানরেট ক্রমাগত বাড়িয়ে নিয়ে যাওয়া। ধীরেধীরে এই পদ্ধতিতে ক্রমাগত লক্ষ্যের কাছে আসার চেষ্টা করছিলাম।’ কামিন্স আরো যোগ করেন, ‘আমরা এক্ষেত্রে বেশ অভিজ্ঞ দল পেয়েছি ও গোটা পথটি সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছি। এর পাশাপাশি আমি বলবো, এটি এমন একটি সিরিজ ছিল, যা গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রয়োজনে একজন লোককে দাঁড় করায় ও নিজেকে ম্যাচউইনারের ভূমিকায় অবতীর্ণ হতে বাধ্য করে।’ অন্যদিকে কিউই অধিনায়ক টিম সাউদিকে কিছুটা বিপর্যস্ত দেখায়। যদিও তিনি ম্যাচ শেষে ক্যাঙারু-বাহিনীর অদম্য লড়াইয়ের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ এটি একটি দুর্দান্ত টেস্ট ম্যাচ ছিল। আলেক্স ক্যারি আমাদের আক্রমণের পিঠ ভেঙে দিয়েছে। এটি দিনের একটি উত্তেজনাপূর্ণ শেষ। যখন আপনি বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলছেন আপনাকে আরও কিছুটা এগিয়ে ভাবতে হবে।’ দিনশেষে এই অভূতপূর্ব জয়ের প্রশংসা করেছে ক্রিকেটমহল।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –