গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়ে নমার অপেক্ষায় শুভমন গিল

Shubman Gill. (Photo Source: Jio Cinema)

এবারের আইপিএলে এক নতুন দায়িত্বে দেখা যাবে শুভমন গিলকে। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে এইবার দেখা যাবে ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারকে।  সেই নতুন দায়িত্বেই ভাল পারফরম্যান্স করার লক্ষ্যে মুুখিয়ে রয়েছেন শুভমন গিল। হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার পরই এবার গুজরাত টাইটান্সের অধিনায়কের দায়িত্ব উঠেছিল শুভমন গিলের ওপর। গুজরাত টাইটান্স তঁর নেতৃত্বেও সাফল্যের ধারা বজায় রাখত পারে কিনা সেটা তো সময়ই বলবে। তবে শুভমন গিল যে বেশ আত্মবিশ্বাসী তা বলার অপেক্ষা রাখে নাষ

গতবারের আইপিএলে গুজরাত টাইটান্সের সর্বোচ্চ রানের মালিক ছিলেন শুভমন গিল। আইপিএলের মঢ্চে গুজরাত টাইটান্স শিবিরে যাওয়ার পর থেকেই সেরা পারফর্ম্যান্স প্রদর্শন করছেন এই তরুণ ক্রিকেটার। এবার অধিনায়ক হিসাবে গুজরাত টাইটান্লের জার্সিতে নমতে চলেছেন শুভমন গিল। সেখানেও নিজের সেরা পারফরম্যান্স ধঘরে রাখার ব্য।পারে আশাবাদী হয়ে রয়েছেন তিনি। পরপর দপবারই আইপিএলের ফাইনালে পৌঁচেছিল গুজরাত টাইটান্স। এবার সুভমন গিলের হাত ধরে সেই ধারা গুজরাত টাইটন্স ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার লক্ষ্যে রয়েছেন সকলে।

গতবারের আইপিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলন শুভমন গিল

গতবার এই শুভমন গিলই ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন আইপিএলের মঞ্চে। একের পর এক ম্যাচে তাঁর হাত ধরেই সাফল্য পেয়েছিল গুজরাত টাইটান্স। সেবার আইপিএলের মঢ্চে সর্বোচ্চ রানের মালিক ছিলেন শুভমন গিল। এছাড়া তাদের দলেই রয়েছেন কেন উইলিয়ামসন, মহম্মদ সামি, রশিদ খানদের মতো তারকা ক্রিকেটাররা। শুভমন গিল নিজেও মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন। কয়েকদিন পরই আইপিএলের মিনি নিলামের আসর বসতে চলেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

এই প্রসঙ্গে শুভমন গিল জানিয়েছেন, গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিতে চলেছি আমি। সেটা আমার কাছে অন্যতম একটা বড় চ্যালেঞ্জ। এই অভিজ্ঞচতা থেকেই অনেককিছু শিখতে চলেছি আমি এবার।  সেই সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই নিজেরর পারফরম্যান্স আরও বেশী উন্নত করতে পারব বলে আশাবাদী আমি। আশা করচি যে এটাই আমাকে পরবর্তী মরসুমে সাহায্য করবে।

গতবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। এই বছরে দেশের জার্সিতেও নিজের সেরা পারফরম্যান্স বজায় রেখেছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু এবার তাঁর কাঁধে নেতৃত্বের বাড়তি ভার। সেটা যে খানিকটা হলেও চাপ বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও শুভমন গিল খুব একটা ভয় পেত নারাজ। বরং এই নতুন দায়িত্ব নিয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।