মুম্বাইকে প্লে-অফে জেতে সাহায্য করায় শুবমান গিলের জন্য বিশেষ প্রশংসা সচিনের

গিলের ৫২ বলে ১০৪* রানের ইনিংসের কারণে পরাস্ত আরসিবি

Shubman Gill
Shubman Gill. (Image Source IPL/BCCI)

২১শে মে, রবিবার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর বিরুদ্ধে শুবমান গিল একটি চাঞ্চল্যকর সেঞ্চুরি করে আবার ক্রিকেট বিশ্বের প্রশংসা অর্জন করেছেন। গিলের এই সেঞ্চুরির কারণেই আরসিবি পরাস্ত হয়েছিল এবং তাদের প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে যায়। আরসিবির হারের ফলে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর প্লে-অফে জায়গা করে নিয়েছে।

৫২ বলে গিলের অপরাজিত ১০৪ রানের সৌজন্যে গুজরাত ১৯৮ রান তাড়া করেছিল ৫ বল হাতে রেখে। গিলের ম্যাচজয়ী ইনিংস মুম্বাইকে প্লে-অফে যেতে সাহায্য করায় এমআইয়ের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকার হাস্যকরভাবে টুইটারের লিখেছেন এমআইয়ের হয়ে পারফর্ম করার জন্য গিলকে ধন্যবাদ।

তবে আরসিবির হারের দিকে তাকিয়ে থাকলেই হত না, প্লে-অফে জায়গা পাওয়ার জন্য মুম্বাইকে তাদের শেষ লিগ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততেও হত। সেই ম্যাচে ২০১ রান তাড়া করে মুম্বাই আট উইকেট জিতেছে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গিন ৪৭ বলে ১০০* রানের ইনিংস খেলে মুম্বাইয়ের জয়ে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছিলেন।

ভারতের কিংবদন্তী খেলোয়াড় এবং এমআইয়ের প্রাক্তন অধিনায়ক সচিন তেন্ডুলকার টুইটারে লিখেছেন, “ক্যামেরন গ্রিন এবং শুবমান গিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভালো ব্যাটিং করেছে। পরপর ১০০ করে বিরাট কোহলিরও আশ্চর্যজনক ইনিংস। তাদের সকলেরই নিজস্ব পদ্ধতি ছিল এবং তাদের নিজস্ব ক্লাস ছিল। প্লে অফে এমআইকে দেখে খুব খুশি। এগিয়ে যাও মুম্বাই।”

গিলের ইনিংসের সামনে ফিকে হয়ে গেল কোহলির সেঞ্চুরি

গিল একটি চাঞ্চল্যকর ইনিংস খেলেছিলেন এবং আরসিবির কোনো বোলারের সামনেই তাঁকে বিব্রত দেখায়নি। ম্যাচের শেষ ১৪ বলে ২৭ রান করতে হত জিটিকে এবং হাতে ছিল ৬ উইকেট। তবে ঠাণ্ডা মাথার গিল পাঁচ বল বাকি থাকতেই লক্ষ্য অবধি পৌঁছে দেন দলকে। আরসিবি হেরে যাওয়ায় তারা ১৪ পয়েন্টেই সীমিত থেকে যায় এবং মুম্বাই ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ পর্বের চূড়ান্ত শূন্যস্থানটি পূর্ণ করে।

এমআই এখন চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। ২৪শে মে ম্যাচটি আয়োজিত হবে। অন্যদিকে, ২৩শে মে গুজরাত টাইটান্স প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে একই কেন্দ্রে।