“বিশ্বকাপ জয়ের পর এমনভাবে বাজি ফাটিও” – বার্তা রোহিত শর্মার

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Twirtter)

শ্রীলঙ্কাকে হারিয়ে এবার এশিয়া কাপের মঞ্চে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। দীর্ঘ পাঁচ বছর পর এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। দেশের এমন সাফল্যের দিকে সমর্থকরা  যে উচ্ছ্বাসে মাতবেন তা বলার অপেক্ষা রাখে না। সেই মুহূর্তেই রোহিত শর্মার অএক মন্তব্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সাংবাদিক সম্মেলন চলার মাঝেই শুরু হয়েছিল বাজি ফাটানো। সেই আওাজ রোহিত শর্মার কান পর্যন্ত পৌঁছতে খুব একটা দেরী হয়নি। এখনই নয়, বিশ্বকাপ জয়ের পরই সেই উচ্ছ্বাস দেখানোর বার্তা রোহিত শর্মার।

শ্রীলঙ্কাকে হারিয়ে সর্বোচ্চবার এসিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। আটবার এশিয়া কাপের ট্রফি নিজেদের ক্যাবিনেটে তুলেছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে সমর্থকরা যে উচ্ছ্বাসে মাতোয়ারা হবেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতের কাজ যে এখনই শেষ হয়ে যায়নি তা রোহিত শর্মার কথা থেকেই কার্যত স্পষ্ট। এশিয়া কাপ জিতে ভারতীয় দল একটা ধাপ এগিয়েছে মাত্র। কিন্তু এখনও যে অনেকটা পথ চলার বাকি রয়েছে তা বলতে কোনও দ্বিধা নেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত  শর্মার। সেই মতোই চলছে সমস্ত হিসাব নিকাশ।

শুনে নিন রোহিত শর্মার সেই বার্তা


সরাসরি না বললেও রোহিত শর্মার কথার ইঙ্গিত যে তেমনটাই তা বলাই বাহুল্য। সেজন্য এখনই চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাসে গা ভাসাতে নারাজ ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আগামী বিশ্বকাপের জন্যই যে তিনি সবকিছু বাঁচিয়ে রাখছেন তা বেশ স্পষ্ট। সমর্থকদের উদ্দেশ্যেও সেই বার্তাই শোনা গেল ভারত  অধিনায়কের মুখ থেকে। বিশ্বকাপের জন্যই সমস্ত উচ্ছ্বাস বাঁচিয়ে রাখতে বলছেন তিনি। সেইসঙ্গেই সমর্থকদের বাজি ফাটানোর জন্য বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে বলছেন রোহিত শর্মার।

রোহিত শর্মা সাংবাদিক সম্নেলনের সময়ই ভারতের জয়ের বাজি ফাটানো শুরু হয়েছিল। তিনি খুশি হলেও, সেখানে বসেই এই বার্তা দিয়েছিলেন। রোহিত শর্মা বলেন, “বিশ্বকাপ জেতার পরই এমন বাজি ফাটানো শুরু করো তোমরা সকলে”।

রোহিত শর্মার পাখির চোখ যে এখন থেকেই বিশ্বকাপ জয় তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৫ অক্টোবর থেকে সুরু হতে চলেছে অএবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত ভারতীয় দল ফের একবার বিশ্বকাপের ট্রফি হাতে তুলতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।