মুম্বইয়ের রিটেনশনের তালিকা থেকে ভারতের তারকাকে বাদ রাখলেন ব্র্যাড হগ

কেকেআরের কাদের ধরে রাখা উচিত সেই নিয়েও মত ব্যক্ত করলেন তিনি

Mumbai Indians. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগ মনে করেন ২০২২ আইপিএলের মেগা নিলামের আগে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) অনেক কিছু হারানোর মুখে দাঁড়িয়ে আছে কারণ নিলামের আগে তাদের বেশ কিছু তারকাদের ছেড়ে দিতে হবে। নিলামের আগে মুম্বইয়ের রিটেনশনের তালিকা দিয়েছেন হগ।

Advertisement
Advertisement

এমআই-এর কাছে আইপিএলের সবচেয়ে বেশি থিতু স্কোয়াড রয়েছে, যে কারণে তারা এই টি-২০ লিগের ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি। যেহেতু দলগুলিকে সর্বোচ্চ চারজন খেলোয়াড়কেই রাখার অনুমতি দেওয়া হয়েছে, তাই এমআইকে তাদের বেশ কয়েকজন তারকা পারফরমারকে ছেড়ে দিতে হবে।   

হগের মতে মুম্বইয়ের রিটেনশনের তালিকা কেমন হওয়া উচিত 

রিটেনশনের জন্য চারজনকে মুম্বাইয়ের কাছে তাদের ধরে রাখতে পারে এমন চারজন খেলোয়াড় বেছে নেওয়ার কঠিন কাজ হবে, হগ তার পছন্দ হিসাবে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ এবং ট্রেন্ট বোল্টের নাম দিয়েছেন।

তাঁর ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে তিনি বিস্তারিত বলেছেন, “মুম্বাই ইন্ডিয়ানস, তারা কিছু বড় খেলোয়াড়কে হারাতে চলেছে এবং এই নিলামের শেষে তারা অনেক কিছুই হারাবে। আমার জন্য, আপনি রোহিত শর্মাকে আপনার অধিনায়ক রাখুন এবং সূর্যকুমার যাদবকে রাখুন, উনি এমন একজন ব্যাটার যিনি ৩৬০ ডিগ্রি খেলতে পারেন এবং খেলাটি ঘুরিয়ে দিতে পারেন। আমি তাকে ঈশান কিষাণের আগে রাখব এবং বুমরাহকে রাখব। আমার বিদেশী খেলোয়াড়ের জন্য, আমি ট্রেন্ট বোল্টকে রাখব। পাওয়ারপ্লেতে উইকেট তুলে নিচ্ছেন, ডেথেও উন্নতি করছেন। আমি মনে করি সে একটি বিশাল বিনিয়োগ।” 

এমআই ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল শিরোপা জিতেছে, যদিও এই বছর প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে। সাতটি জয় ও সাতটি হারে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছিল তারা।  

মুম্বইয়ের মতো কেকেআরও পয়েন্ট টেবিলে ১৪ পয়েন্ট নিয়ে শেষ করেছিল, তবে কলকাতা একটি উচ্চতর রান রেটের ভিত্তিতে প্লে অফে উঠেছে। 

কেকেআর-এর পুনরুজ্জীবনের অন্যতম নায়ক ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। আইয়ারকে ধরে রাখার ব্যাপারে কলকাতাকে সমর্থন করে, হগ বলেছেন, “ভেঙ্কটেশ আইয়ার সবেমাত্র বড় মঞ্চে এসেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে সত্যিই অসাধারণ হয়ে উঠেছেন। আপনি কি তার জন্য একটি বিশাল বিনিয়োগ করবেন? আমি করব। আমি (শুবমান) গিল এবং (বরুণ) চক্রবর্তীকেও রাখব। আমি যদি বিদেশী খেলোয়াড়দের রাখার কথা ভাবি, আমি আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন দুজনকেই রাখতে চাই। আমি নারিনকে রহস্যময় স্পিনের জন্য রাখব এবং, আশা করি, আমি নিলামে রাসেলকে নিতে পারব। সে চোটপ্রবণ এবং নারিনের মতো ততটা নির্ভরযোগ্য নয়।”