এবারের বিপিএলেও নকআউট পর্বের আগে থাকছে না সম্পূর্ণ ডিআরএস

বিপিএলের নবম সংস্করণ শুরু হবে ৫ই জানুয়ারি

Comilla Victorians
Comilla Victorians. (Photo Source: Twitter)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন নবম সংস্করণে শুধুমাত্র নক-আউট পর্যায় থেকে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) কার্যকর হবে এবং সম্পূর্ণ গ্রুপ পর্বে আবার ন্যূনতম চেকিং মেকানিজমসহ বিকল্প ডিআরএস ব্যবহার করা হবে।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক প্রকাশ করেছেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সমান্তরালে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা চলবে এবং তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন সংস্করণের জন্য ডিআরএস প্রয়োগ করা কঠিন হবে।

“ফাইনালসহ এলিমিনেটর স্টেজ থেকে আমাদের সম্পূর্ণ ডিআরএস সিস্টেম থাকবে এবং বাকি গেমগুলির জন্য, আমরা বিকল্প ডিআরএস চালু করার চেষ্টা করছি। এইবার আমরা বিকল্প ডিআরএসের একটি উন্নত সংস্করণ পাব,” ডেইলি স্টার দ্বারা ইসমাইল উদ্ধৃত হয়েছেন। 

“হক আই প্রযুক্তি পাওয়া যাচ্ছে না এবং ভার্চুয়াল আই শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডে কাজ করে। এ ছাড়া বিশ্বজুড়ে প্রচুর ম্যাচ চলছে। দ্বিপাক্ষিক সিরিজের জন্যই হক আই প্রযুক্তি রয়েছে যার কারণে আমরা এটি শুধুমাত্র এলিমিনেটর পর্ব থেকেই পাব,” ইসমাইল যোগ করেছেন।

বাড়ছে পুরস্কার মূল্য

ডিআরএস-এর প্রাপ্যতা সংক্রান্ত খবর ছাড়াও আরও যে বিষয়টি আলোচনায় উঠে এসেছে তা হল এবারের টুর্নামেন্টে ব্যক্তিগত এবং দলগত উভয় স্তরেই পুরস্কারের অর্থ বৃদ্ধি পেতে চলেছে।

“আমরা ম্যান অফ দ্য সিরিজের জন্য ১০ লাখ টাকা দেওয়ার পরিকল্পনা করছি এবং সেরা বোলার ও অন্যান্য ব্যক্তিগত পুরস্কারের জন্য আমরা প্রাইজ মানি বাড়ানোর পরিকল্পনা করছি। চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা এবং রানার্স আপ পাবে ১ কোটি এবং আমাদের কাছে পুরস্কারের অর্থ হিসাবে মোট ৪ কোটি টাকা রয়েছে,” ইসমাইল উল্লেখ করেছেন।

৬ই জানুয়ারি ২০২৩ থেকে বিপিএলের পরবর্তী সংস্করণ শুরু হবে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে ম্যাচ দিয়ে। মোট সাতটি দল ডাবল রাউন্ড-রবিন ফর্ম্যাটে খেলবে যার মধ্য থেকে নকআউটে খেলার যোগ্যতা অর্জন করবে শীর্ষ চারটি দল।

এই মরসুমে তিনটি মোট ৪৬টি ম্যাচ (গ্রুপ-পর্যায়ে ৪২টি এবং চারটি নকআউট ম্যাচ) হবে তিনটি কেন্দ্রে। ঢাকার মীরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ই ফেব্রুয়ারি ফাইনালসহ চারটি নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাকী দুই কেন্দ্র সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।