এশিয়া কাপের পর ওডিআই বিশ্বকাপ ২০২৩ থেকেও ছিটকে গেলেন এবাদত হোসেন
আপডেট করা - Aug 30, 2023 5:09 pm
এশিয়া কাপ ২০২৩-এ নিজেদের যাত্রা শুরু করার আগে একটি অনেক বড় ধাক্কা খেল বাংলাদেশ। চোটের কারণে ওডিআই বিশ্বকাপ ২০২৩ থেকে ছিটকে গেলেন প্রতিভাবান পেসার এবাদত হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে যে এবাদত হোসেন তার অগ্রবর্তী ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছেন এবং এর জন্য তাকে অস্ত্রোপচার করাতে হবে। তারা জানিয়েছেন যে এবাদত আসন্ন বিশ্বকাপে কোনোভাবেই খেলতে পারবেন না।
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওডিআই সিরিজে চোট পেয়েছিলেন এবাদত হোসেন। এরপর ছয় সপ্তাহ ধরে রিকভারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছিলেন এই প্রতিভাবান পেসার। বিসিবির মেডিকেল দল জানিয়েছে যে এবাদতের এই চোটের দিকে আরও ভালোভাবে নজর দিতে হবে। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এবাদতের বাদ যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে ২৯ বছর বয়সী এই পেসারের সেরে উঠতে সময় লাগবে।
ক্রিকবাজ মিনহাজুল আবেদীনের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “ওকে (এবাদত) আমরা বিশ্বকাপে পাব না। এটা আমাদের জন্য একটা বড় ধাক্কা কারণ তার হাঁটুতে অপারেশন করতে হবে। অপারেশনের পর অবশ্যই তার রিহ্যাবিলিটেশনের জন্য কিছুটা সময় লাগবে, অন্তত তিন থেকে চার মাস। তাই আমরা তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করতে পারছি না।”
এবাদত হোসেনকে প্ৰথমে এশিয়া কাপের জন্য ১৭ জনের দলে রাখা হয়েছিল। কিন্তু তাকে শেষমেশ দল থেকে বাদ দিতে বাধ্য হন নির্বাচকরা। তার বদলি হিসেবে তানজিম হাসান সাকিবকে দলে জায়গা দেওয়া হয়েছে। ২০২২ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অভিষেক করেছিলেন এবাদত। তিনি এখনও পর্যন্ত ১২টি ওডিআই ম্যাচ খেলেছেন এবং ২২টি উইকেট নিয়েছেন।
বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন যে ইউকে-তে এবাদত হোসেন অস্ত্রোপচার করাবেন। এরপর তিনি এবাদতের জন্য একটি রিহ্যাবিলিটেশন পরিকল্পনা তৈরি করবেন বলে জানিয়েছেন।
ডাঃ দেবাশীষ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, “হ্যাঁ, এবাদত একটি অস্ত্রোপচার করাবেন। আমরা অস্ত্রোপচারের পর তার জন্য একটি রিহ্যাবিলিটেশন পরিকল্পনা তৈরি করব। তাকে অস্ত্রোপচার করাতে যেতে হবে বলে এখন আমাদের কিছুই করার নেই। এই চোট থেকে তার সেরে উঠতে সময় লাগবে।”
এশিয়া কাপ ২০২৩-এ নিজেদের প্ৰথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। ৩১শে আগস্ট, বৃহস্পতিবার, ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।