বিবিএল ২০২৩-২০২৪, ম্যাচ ২৩, মেলবোর্ন রেনেগেডস বনাম মেলবোর্ন স্টারস: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী
আপডেট করা - Jan 1, 2024 11:07 pm

২রা জানুয়ারি, সোমবার, বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৩-২০২৪-এর ২৩তম ম্যাচে মেলবোর্ন রেনেগেডস এবং মেলবোর্ন স্টারস একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
মেলবোর্ন রেনেগেডস খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে নেই। তারা এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র ১টি ম্যাচে তারা জয় পেয়েছে। বাকি ৫টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচে তারা হারের মুখোমুখি হয়েছিল এবং ১টি ম্যাচে কোনও ফলাফল পাওয়া যায়নি। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা সপ্তম স্থানে রয়েছে।
মেলবোর্ন রেনেগেডস তাদের আগের ম্যাচটিতে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়েছিল। অ্যাডিলেড স্ট্রাইকার্স প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ রান তুলেছিল। মেলবোর্ন রেনেগেডস ১৮.৪ ওভারে ৬ উইকেটে ১৭৮ রানে পৌঁছনোর মাধ্যমে ম্যাচটি জিতে নিয়েছিল।
অন্যদিকে, মেলবোর্ন স্টারস এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ৩টি ম্যাচে জিততে সক্ষম হয়েছে। বাকি তিনটি ম্যাচে তারা পরাজিত হয়েছে। এখন তারা পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।
মেলবোর্ন স্টারস তাদের আগের ম্যাচটিতে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়েছিল। এই ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান তুলেছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৩ উইকেটে ২১১ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল মেলবোর্ন স্টারস।
পিচ কন্ডিশন
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচটি ধীরগতির হবে বলে আশা করা হচ্ছে। তাই আসন্ন ম্যাচটিতে স্কোরবোর্ডে বেশি রান ওঠার সম্ভাবনা খুবই কম। ১৫৫-১৬০ ভালো রান হিসেবে গণ্য হবে। স্পিনাররা ম্যাচটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এখানে টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াই বেশি সুবিধাজনক।
সম্ভাব্য একাদশ
মেলবোর্ন রেনেগেডস
জর্ডান কক্স, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, শন মার্শ, জোনাথন ওয়েলস, ম্যাকেঞ্জি হার্ভে, উইল সাদারল্যান্ড (অধিনায়ক), টম রজার্স, অ্যাডাম জাম্পা, মুজিব উর রহমান, পিটার সিডল।
মেলবোর্ন স্টারস
টমাস রজার্স, ড্যান লরেন্স, বিউ ওয়েবস্টার, গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), মার্কাস স্টোইনিস, হিলটন কার্টরাইট, ইমাদ ওয়াসিম, স্যাম হার্পার (উইকেটরক্ষক), জোয়েল প্যারিস, কোরি রোচিচিওলি, মার্ক স্টেকিটি।
মেলবোর্ন রেনেগেডস বনাম মেলবোর্ন স্টারস: ওডিআইতে হেড টু হেড
ম্যাচ – ২৪ | মেলবোর্ন রেনেগেডস – ৯ | মেলবোর্ন স্টারস – ১৫
সম্প্রচার বিবরণী
ম্যাচ – মেলবোর্ন রেনেগেডস বনাম মেলবোর্ন স্টারস
সময় – দুপুর ১:৪৫ (ভারতীয় সময়)
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট