একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বেন স্টোকস, টুইটারে আবেগতাড়িত বার্তা

Ben Stokes
Ben Stokes. (Image Source: Twitter)

কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইয়ন মর্গ্যান। এবার সেই তালিকায় উঠতে চলেছে আরও একটি নাম। তবে পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নয়,  একদিনের ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন বেন স্টোকস। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯ জুলাই প্রথম একদিনের ম্যাচ খেলার পরই একদিনের ক্রিকেট থেকে  অবসর নেবেন বেন স্টোকস। সোমবারই সোশ্যাল সাইটে সেই কথা ঘোষণা করেছেন ইংল্যান্ডের তারকা অল রাউন্ডার। আর তাতেই যেন হতবাক হয়েছেন সকলে।

কয়েকদিন আগেই ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন বেন স্টোকস। ভারতের বিরুদ্ধেই ইংলযান্ডের একদিনের দলে ফিরেছিলেন তিনি। সেই সিরিজ অবশ্য জিততে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। তিনিও সেই সিরিজে ছিলেন। যদিও বেন স্টোক খুব একটা ভাল পারফরম্যান্স সেখানে দেখাতে পারেননি। ভবষ্যতের নতুন ক্রিকেটারদের জায়গা করে দিতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনটি ফর্ম্যাটেই একভাবে খেলা এই মুহূর্তে তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলেই মনে করেন বেন স্টোকস। সেজন্যই নাকি এমন  সিদ্ধান্ত।

২০১৯ বিশ্বকাপের মঞ্চে ৮৪ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন বেন স্টোকস

২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের সাফল্যের পিছনে অন্যতম প্রধান কারিড় ছিলেন বেন স্টোকস। ফাইনালের মঞ্চে এই স্টোকসের হাত ধরেই প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। তাঁর সেই ৮৪ রানের অপরাজিত ইনিংস এখনও সকলের স্মৃতিতে টাটকা। কিন্তু সেই ূেন স্টোকরসইঅ এবার একদিনের দলের জার্সি খুলে রাখার সিদ্ধান্ত নিলেন। আগামী দিনে ইংল্যান্ডের হয়ে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেটই খেলার সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস।

সোশ্যাল সাইটে এক আবেগঘন বার্তা দিয়েই নিজের অবসরের কথা জানিয়েছেন বেন স্টোকস। তিনি লিখেছেন, “ডারহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই কেরিয়ারের শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলব আমি। এই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে সত্যিই যথেষ্ট কঠিন একটা সিদ্ধান্ত ছিল। ইংল্যান্ডের হয়ে খেলা প্রতিটা মুহর্তই আমি উপভোগ করেছি”।

তিনি আরও লিখেছেন, “এই সিদ্ধান্তটা নেওয়া যথেষ্ট কঠিন ছিল আমার কাছে তার থেকেও বেশী করঠিন ছিল যে দেশের জার্সিতে এই ফর্ম্যাটে আমি নিজের একশো শতাংশ পারফরম্যান্স দিতে পারছিলাম না। ইংল্যান্ডের জার্সি সবসময়ই সকলের থেকে তাঁর সেরাটাই প্রত্যাশা করে”।

ইংল্যান্ডের হয়ে বহু ম্যাচ জয়ের স্বাক্ষী বেন স্টোকস।ইংল্যান্ডের হয়ে একদিনের ক্রিকেটে ১০৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বেন স্টোকসের। ২০১৯ বিশ্বকাপে তাঁর খেলা সেই পারফরম্যান্স এখনও পর্যন্ত সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। ফাইনালের মঞ্চে সেরা ক্রিকেটারও হয়েছিলেন বেন স্টোকস। কিন্তু দেশের জার্সিতে সেই পারফরম্যান্স দেখাতে না পারার জন্যই অবসরের সিদ্ধান্ত নিসেন তিনি।