অর্ধশতরানের ইনিংস খেলেই ওডিআই ফর্ম্যাটে প্রত্যাবর্তন বেন স্টোকসের
আপডেট করা - Sep 9, 2023 12:14 pm
প্রায় এক বছর পর অবসর ভেঙ্গে ওডিআই ক্রিকেটের ম়ঞ্চে ফিরেছেন বেন স্টোকস। অর্ধশকতরানের ইনিংস খেলেই ওডিআই ক্রিকেটের প্রত্যাবর্তন করলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছে ইংল্যান্ড। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। সেইসঙ্গে বেন স্টোকসের প্রত্যাবর্তনের দিকেও নমজর রেখেছিলেন সকলে। প্রত্যাবর্তনটা বেশ ভালভাবেই করলেন বেন স্টোকস। প্রত্যাবর্তনের মঞ্চেই অর্ধশতরানের ইনিংস খেললেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। প্রথম ম্যাচেই ৫২ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার।
২০২২ সালে ওডিআই ফর্ম্যাটের ক্রিকেট থেকে হঠাত্ই অবসর ঘোষণাকরেছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কতা বলেই অবসর নিয়েছিলেন তিনি। আর সেটা যে ইংল্যান্ডের জন্য বেশ বড়সড় ধাক্কা ছিল তা বলার অপেক্ষা রাখে না। ২০২৩ সালের বিশ্বকাপের আগে বেন স্টোকস ব্রিটিশ শিবিরে না থাকাটা তাদের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। সেই নিয়েই চলছিল জোর জল্পনা। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে ছিল সকলে।
নিউ জিল্যান্ডের বিরুদ্দে ৫২ রানের ইনিংস কেলেছিলেন বেন স্টোকস
বেশ কয়েকদিন আগে থেকেই বেন স্টোকসের ফেরা নিয়ে একটা জল্পনা শুর হয়েছিল।শেষপর্যন্ত ব্রিটিশ অধিনায়ক জস বাটলার ও ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের ডাকে সারা দিয়ে অবসরের সিদ্ধান্ত ভেঙে ফের একবার ইংল্যান্ডের ওডিআআই ফর্ম্যটের দলে ফিরে এসেছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই আপ্লুত হয়েছিলেন সকলে। এই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেই প্রায় এক বছর পর ওডিআই ফর্ম্যাটে ফিরেছেন বেন স্টোকস। সেই থেকেই তাঁকে ইংল্যান্ডের হয়ে মাঠে দেখার অপেক্ষায় ছিলেন সকলে। প্রথম ম্যাচেই ইংল্যান্ডের হয়েদুরন্ত ইনিংস খেললেন বেন স্টোকস।
শুক্রবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নেমেছিল ইংল্যান্ড। সেই ম্যাচেই ইংল্যান্ডের হয়ে পাঁচ নম্বর পজিশনে নেমেছি্লেন বেন স্টোকস। সেখানেই ৬৯ বলে ৫২ রানের ইনিংস কেলেছি্লেন এই তারকা ক্রিকেটার। যদিও শেষপর্যন্ত ইংল্যান্ড এই ম্যাচ জিততে পারেনি। কিন্তু ববেন স্টোকসের পারফরম্যান্স বিশ্বকাপের আগে ইংল্যান্ডের আত্মবি্শ্বাস বাড়ানোরক জন্য যথেষ্ট। এদিন বেন ,্টোকসের ইনিংসটিসাজানো চিল ৩টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারি দিয়ে।
২০১৯ সালে প্রথমবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড।সেখানেই জয়েরপ্রধান কারিগড় ছি্লেন বেন স্টোকস। একইসঙ্গে গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়েও ইংল্যান্ডের প্রধান কারিগড় ছিলেন তিনি। এবারও ওডিআই বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরে ফিরেছেন বেন স্টোকস।প্রত্যাবর্তনেক মঞ্চেই পেলেন অর্ধশতরান।