বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কামব্যাক করার ব্যাপারে আত্মবিশ্বাসী ইশ সোধি

New Zealand Team
New Zealand Team. (Photo Source: MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচে ১৫০ রানে হেরেছিল নিউজিল্যান্ড। ৬ই ডিসেম্বর, বুধবার থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে। নিউজিল্যান্ডের অভিজ্ঞ স্পিনার ইস সোধি এই টেস্ট ম্যাচটিতে কামব্যাক করার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেছেন যে তাদের দলের অভিজ্ঞ খেলোয়াড়রা আগেও এইরকম পরিস্থিতির মোকাবিলা করে সফল হয়েছেন। শেষমেশ দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে নিউজিল্যান্ড জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচটিতে দুটি ইনিংস মিলিয়ে মোট ৩টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন ইস সোধি। প্ৰথম ইনিংসে তিনি ১৪ ওভারে ৭১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছিলেন। এরপর, দ্বিতীয় ইনিংসে ১৯ ওভারে ৭৪ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছিলেন ৩১ বছর বয়সী এই স্পিনার।

ইএসপিএনক্রিকইনফো ইশ সোধির বক্তব্যকে উদ্ধৃত করেছে, “গত এক দশকে এই দলটি অনেকবারই এই ধরণের পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং এই অবস্থা থেকে সফল হতেও সক্ষম হয়েছে। আমাদের সবসময় চেষ্টা করতেই হবে, সফল হই বা হেরে যাই। আমি একথা অস্বীকার করব না যে এরকম একটি হারের পর কামব্যাক করা সহজ হবে, এই ধরণের পরিস্থিতি সবসময় কঠিন হয়। কিন্তু আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এই কাজ আগেও করেছি। আমরা জানি কিভাবে পরবর্তী ম্যাচগুলিতে নিজেদের পরিকল্পনাগুলি প্রয়োগ করতে হয়। এটি এমন একটি জিনিস যা করতে আমরা সক্ষম, আমি এটি বিশ্বাস করি এবং পরবর্তী ম্যাচটিতে আমরা ভালো করার চেষ্টা করব।”

“বাংলাদেশ যেভাবে খেলেছে, তারা অবশ্যই আমাদের ছাড়িয়ে গেছে” – ইস সোধি

ইস সোধি প্ৰথম টেস্ট ম্যাচে হারের ব্যাপারে মুখ খুলেছেন। এছাড়াও, তিনি বলেছেন যে বাংলাদেশে সফল হওয়ার ব্লুপ্রিন্ট এখন তাদের কাছে রয়েছে এবং শেষ টেস্ট ম্যাচটিতে তারা এটির ব্যবহার করবেন।

ইস সোধি বলেন, “সিলেটে প্রথম ম্যাচে হেরে যাওয়াটা অবশ্যই হতাশাজনক, কিন্তু আমি মনে করি টেস্ট যত এগিয়েছে, আমরা তত বেশি ছন্দ খুঁজে পেয়েছি। স্পষ্টতই, আমি কিছু সময় টেস্ট ক্রিকেট খেলিনি, সুতরাং, এই কন্ডিশনে এটি সবসময় কঠিন হতে চলেছে। বাংলাদেশ যেভাবে খেলেছে, তারা অবশ্যই আমাদের ছাড়িয়ে গেছে। তবে, আমি মনে করি তারা আমাদের এই পরিস্থিতিতে কি সফল হয় তার একটি ব্লুপ্রিন্ট দিয়েছে, এবং আশা করি আমরা পরবর্তী টেস্ট ম্যাচে এটি প্রয়োগ করতে পারব।”