২০২২ আইপিএল ভারতে করতে আশাবাদী বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী

তিনি মনে করেন কোভিডের সবচেয়ে খারাপ পরিস্থিতি দেশ কাটিয়ে উঠেছে

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

কোভিড-১৯ মহামারী ছবির মধ্যে আসার পর থেকে পেশাদার ক্রিকেট আর আগের মতো ছিল না। বিশ্বব্যাপী মহামারী সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছিল, বেশ কয়েকটি বড় ক্রিকেট সিরিজ এবং টুর্নামেন্ট বাতিল বা স্থগিত করতে বাধ্য করেছিল। ভারতীয় ক্রিকেটও এই রোগে অনেকটাই ব্যাহত হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) একই কারণে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০ আয়োজন করতে হয়েছিল। তবে সৌরভ আশাবাদী এতো বিপত্তি সত্ত্বেও আইপিএল ভারতে করা সম্ভব। 

আশা করি আমরা পরের বছর আইপিএল ভারতে করব, বলেছেন সৌরভ গাঙ্গুলী 

টি-টোয়েন্টি টুর্নামেন্টের ২০২১ সংস্করণ ভারতের মাটিতে শুরু হলেও, স্বাস্থ্যগত উদ্বেগের কারণে এটি পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হয়। এমনকি, টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২১ সংস্করণ ভারতে হতে পারেনি। যদিও মহামারীটি ভারতীয় ক্রিকেটকে বড় সময় ব্যয় করেছে, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বিশ্বাস করেন খারাপ পর্ব শেষ হয়ে গেছে এবং ভারতে আসন্ন ঘটনাগুলি বাধাগ্রস্ত হবে না।     

“আমি মনে করি আমরা এটি অতিক্রম করে এসেছি এবং সবচেয়ে খারাপ সময় শেষ হয়েছে। আশা করি, আমরা পরের বছর ভারতে আইপিএল ফিরে পেতে পারি কারণ এটি ভারতের টুর্নামেন্ট এবং এটি যখন ভারতে খেলা হয় তখন একটি ভিন্ন পরিবেশ তৈরী হয়। আন্তর্জাতিক ক্রিকেট চলছে। আমরা নিউজিল্যান্ডকে আয়োজন করেছি। আমরা দক্ষিণ আফ্রিকা যাচ্ছি। তারপর আসবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। তাই আমি মনে করি সবচেয়ে খারাপ শেষ হয়ে গেছে,” নিউজ ১৮ দ্বারা গাঙ্গুলীকে উদ্ধৃত করা হয়েছে।   

“আমরা সমস্ত কোভিড সমস্যা সত্ত্বেও আইপিএলকে দুবাইতে নিয়ে গিয়ে শেষ করতে সফল হয়েছি। দুবাইয়ের ক্রীড়া কর্তৃপক্ষ ব্যতিক্রমী ছিল। আমাদের ঘরোয়া ক্রিকেট আগের মতোই চলছে। গত বছর মহামারীর কারণে কিছুটা বিরতি ছিল। আমরা প্রায় প্রতিটি টুর্নামেন্ট শেষ করেছি। জানুয়ারিতে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। জুনিয়র ক্রিকেট চলছে। এবং এখনও পর্যন্ত (কোভিডের) কোনও ইতিবাচক ঘটনা ঘটেনি,” তিনি যোগ করেছেন। 

নতুন কোভিড-১৯ বৈকল্পিক, ওমিক্রনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, গাঙ্গুলী বলেছিলেন যে এটি নিয়ে তিনি এখনই ভাবিত নন। “এখনো পর্যন্ত না। আমরা যথাসময়ে অবস্থা মূল্যায়ন করব এবং কী হয় তা দেখব,” তিনি যোগ করেছেন। জাতীয় দলের সময়সূচীর কথা বলতে গেলে, ভারত ২৬শে ডিসেম্বর থেকে শুরু হওয়া তিনটি টেস্ট এবং একাধিক ওয়ানডে খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করবে।