ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই ভারতীয় দলের নতুন স্পনসর ড্রিম ইলেভেন
আপডেট করা - Jul 1, 2023 1:03 pm
জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অবশেষে ভারতীয় দলের নতুন স্পনসরের নাম ঘোষণা করে দিল বিসিসিআই। বাইজুসের পরিবর্তে এবার রোহিত শর্মাদের নতুন স্পনসর ড্রিম ইলেভেন। নির্ধারিত সময়ের আগেই এবার বািজুসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে বিসিসিআইয়ের। দীর্ঘ টালবাহানা এবং ন্যূনতম মূল্য কমানোর পরই নতুন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল এবার বিসিসিআই। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই এই নতুন স্পনরের জার্সি নিয়ে মাঠে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
বেশ কয়েকদিন ধরেই বিসিসিআইয়ের ভারতীয় দলের নতুন স্পনসর নিয়ে সা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। দীর্ঘ টালবাহানার পর এবং নিজেদের বেস প্রািজ কমানোর পরই কার্যত নতুন স্পনসর যোগার করে ফেলল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ড্রিম ইলেভেনের সঙ্গেই কার্যত চুক্তি পাকা করে ফেলেছে ভারতীয় বোর্ড। এঅর আগেও অবশ্য স্পনসর হিসাবে ভারতীয় বোর্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড্রিম ইলেভেনের। ২০১৮ সালের আইপিএলেই স্পনসর হয়েছিল তারা। শুধু তাই নয় ২০২০ সালে ওপো সরে যাওয়ার পর আইপিএলের মূল স্পনসরও হয়েছিল ড্রিম ইলেভেন।
আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল
আইসিসির প্রতিযোগিতায় ক্রিকেটারদের জার্সির একেবারে সামনে স্পনসরের নাম না রাখার নির্দেশ জারি হওয়ার পরই মূল্য নিয়েও দর কষাকষি হতে শুরু করেছিল। বাইজুর সময় চুক্তি ছিল যে দ্বিপাক্ষিক সিরিজের সময় তারা ৫.৫ কোটি টাকা দেবে এবং আইসিসির প্রতিযোগিতায় সেই অর্থ হবে ১.৫ কোটি টাকা। সেই অঙ্কেই এবার বেশ কিছু রদবদল আনতে হয়েছে বিসিসিআইকে। নতুন চুক্তি অনুযায়ী শোনাযাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজে প্রতি ম্যাচে তারা দেবে ৩ কোটি টাকা এবং আইসিসির প্রতিযোগিতায় তারা দেবে ১ কোটি টাকা।
বোর্ড সভাপতি রজার বিনি জানিয়েছেন, “ড্রিম ইলেভেনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ফের একবার ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় তাদের স্বাগত জানাচ্ছি। বিসিসিআইয়ের অফিসিয়াল স্পিনসর থেকে এবার বিসিসিআইয়ের মূল স্পনসর হয়েছে তারা। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে। এটা বিশ্বাসের একটা অন্যতম ছাপ”।
এই মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দীর্ঘ সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে তারা দুটো টেস্ট ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। শেষপর্যন্ত সেই সিরিজে ভারতীয় দল জিততে পারে কিনা সেটাই এখন দেখার।