ভারতের বিরুদ্ধে সিরিজ হারের পর ইংল্যান্ডকে ট্রোল করলেন বীরেন্দ্র সেহওয়াগ

Virender Sehwag
Virender Sehwag. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে পুরোপুরিভাবে ধরাশায়ী করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই সিরিজে ভারত ৪-১ ব্যবধানে জয় পেয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের এই জয়ের পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ ইংল্যান্ড দলকে ট্রোল করেছেন। এছাড়াও তিনি সিরিজটিতে বেন স্টোকসের পারফরম্যান্সের ব্যাপারেও মুখ খুলেছেন।

এই সিরিজে ৫টি টেস্ট ম্যাচ খেলে মাত্র ১৯৯ রান করেছেন বেন স্টোকস। তিনি এই রান ১৯.৯০ গড় এবং ৫৪.২২ স্ট্রাইক রেটের সাথে করেছেন। এই সিরিজে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৭০।

বীরেন্দ্র সেহওয়াগ এক্সে লিখেছেন, “বাজবল, বাত্তি গুল। পাগলামি করারও একটা পদ্ধতি থাকা দরকার। ইংল্যান্ডের কাছে সমানে আসার মতো কিছু ছিল না এবং বিশেষ করে দ্বিতীয় টেস্ট ম্যাচের পরে তাদের অজ্ঞাত দেখাচ্ছিল।”

তিনি যোগ করেছেন, “অধিনায়ক দুর্ভাগ্যজনকভাবে ব্যর্থ হওয়ার ফলে তাদের দুর্ভোগ বেড়ে গিয়েছে, এবং তারা কেবল একটি বিভ্রমের মধ্যে বসবাস করছে বলে মনে হচ্ছে। এটিকে সফল করানোর জন্য একটি সঠিক পদ্ধতি থাকা দরকার, যেটির অভাব ইংল্যান্ডের মধ্যে মারাত্মকভাবে ছিল।”

“প্রথম টেস্ট ম্যাচের পর আমরা আর তাদের সামনে টিকতে পারিনি” – বেন স্টোকস

ভারতের বিরুদ্ধে এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটিতে অসফল হওয়ার পর মুখ খুলেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তিনি স্বীকার করেছেন যে প্ৰথম টেস্ট ম্যাচটিতে জয় পাওয়ার পর তারা আর ভারতের সামনে দাঁড়াতে পারেনি।

বেন স্টোকস বলেন, “প্রথম টেস্ট ম্যাচের পর আমরা আর তাদের সামনে টিকতে পারিনি। আমাদের সামনে অনেক ক্রিকেট খেলতে হবে, আমি ইতিবাচক দিকগুলোর সাথে এই দলটিকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। এমন কিছু ছোট মুহূর্ত এসেছিল যখন আমরা গতি ফিরিয়ে আনতে পারিনি।”

পঞ্চম টেস্ট ম্যাচটিতে ভারত এক ইনিংস এবং ৬৪ রানে জয় পেয়েছে। ইংল্যান্ড প্ৰথম ইনিংসে মাত্র ২১৮ রানে অলআউট হয়ে গিয়েছিল। অন্যদিকে, প্ৰথম ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রানের পাহাড় গড়েছিল ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিলের ব্যাট থেকে শতরান এসেছিল। রোহিত ১৬২ বলে ১০৩ রান করেছিলেন। গিল ১৫০ বলে ১১০ রান করতে সক্ষম হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে গিয়েছিল বেন স্টোকসের নেতৃত্বাধীন দল। উল্লেখযোগ্যভাবে, এই সিরিজে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন প্রতিভাবান ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল।