“ব্যাটাররা এখনো অবধি হতাশ করেছে” – দলের ব্যাটিং বিভাগ থেকে ধারাবাহিকতার প্রত্যাশা ফিল্ডিং কোচ রবিন সিংয়ের

আজ রাজস্থান রয়ালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্তা

Mumbai Indians
Mumbai Indians. (Photo Source: IPL/BCCI)

মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ রবিন সিং একটি ভিডিও বার্তায় জানিয়েছেন তাঁদের ব্যাটিং গ্রুপকে একযোগে পারফর্ম করতে হবে। পরবর্তী ম্যাচগুলিতে ধারাবাহিকহাবে রান না করতে পারলে মুম্বইয়ের পক্ষে এবার ট্রফি জেতা সম্ভব নয়। এই মুহূর্তে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স টূর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায়।

এই পর্যায়ে এসে ধারাবাহিকতা দেখাতেই হবে

২০২১ আইপিএলের প্লে-অফের লড়াইতে টিকে থাকতে হলে রাজস্থান রয়ালসের বিরুদ্ধে আজকের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে জিততেই হবে। প্রাক্তন ক্রিকেটার রবিন সিং বলেছেন দলের ব্যাটারদের এই মুহূর্তে পারফর্ম করতেই হবে। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের ইনস্টাগ্রাম পেজে বলেছেন, “বোলিং বিভাগ ভালোই বোলিং করে চলেছে। কিন্তু ব্যাটাররা এখনো অবধি হতাশ করেছে। এই পর্যায়ে এসে ধারাবাহিকতা দেখাতেই হবে।” 

রাজস্থান রয়ালসও এখনো অবধি ধারাবাহিকভাবে না খেলতে পারলেও বিগত কয়েক বছর ধরে মুম্বইয়ের বিরুদ্ধে ভালো খেলে আসছে। রবিনের মনে হয়েছে এক এক প্রতিপক্ষ এক  একটি ভিন্ন চ্যালেঞ্জ সামনে নিয়ে আসে। সেই কারণে প্রত্যেক ম্যাচেই নিজেদের সেরা খেলাটা বের করে আনা প্রয়োজন। তিনি আরো বলেন, “আমার মনে হয় এই প্রতিযোগিতায় সব দলই কঠিন প্রতিপক্ষ। এখানে আত্মতুষ্ট হলে চলবে না। মাঠে নেমে সব সময়ই নিজের সেরা খেলাটা বের করে আনতে হবে।” 

মুখোমুখি লড়াইতে এখনো অবধি খানিকটা হলেও রাজস্থান রয়ালসের চেয়ে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। জিতেছে মোট ১৩ বার, হেরেছে ১২ বার। কিন্তু শেষ ৭টি সাক্ষাতে মুম্বই জিতেছে মাত্র ২টিতে।

প্লে-অফে যাওয়ার জন্য মুম্বইকে পরবর্তী ম্যাচ দুটি শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির ফলাফলের দিকেও।

যদিও রবিন সিং এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর দলকে বার্তা দিয়েছেন যে ক্রিকেটাররা যেন শুধু ভালো খেলার কথা মাথায় রেখে ম্যাচে নামেন এবং জয়ের লক্ষ্যে খেলেন। সবাই নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারলে আর অন্য কোন কিছু নিয়ে ভাবতে হবে না বলে মত রবিনের। 

ফোকাস শুধু নিজেদের খেলায়

তিনি বলেছেন, “এখন আমাদের সবার আগে ভাবতে হবে কীভাবে জেতা যেতে পারে। হ্যাঁ এটা ঠিক যে বাকিদের ম্যাচের দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। কিন্তু মাঠে যখন নামব তখন শুধু নিজেদের ম্যাচ নিয়েই ভাবতে হবে। ফোকাসটা যেন সব সময় আমাদের খেলার উপর থাকে। যার যা দায়িত্ব সেটা প্রত্যেকের পূরণ করার কথা ভাবা উচিত।” 

যেহেতু দুই দলের কাছেই পরের পর্বে যাওয়ার সুযোগ আছে তাই আজ রাতের রাজস্থান রয়ালস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি যে হাড্ডাহাড্ডি হতে চলেছে এমনটা কিন্ত প্রত্যাশা করাই যায়।