বাংলাদেশ বনাম ভারত টেস্ট: স্কোয়াড, সময়সূচী, কেন্দ্র এবং যাবতীয় বিবরণ

চোটের কারণে ভারতের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এসেছে

Indian Team
Indian Team. (Photo by Alex Davidson/Getty Images)

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সমাপ্তির পর ১৪ই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। বাংলা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে চোট পাওয়া রোহিত শর্মা সিরিজ থেকে বাদ যাওয়ায় তাঁর পরিবর্তে কে এল রাহুলকে লাল বলের সিরিজে অধিনায়ক বাছাই করা হয়েছে। 

চেতেশ্বর পূজারাকে তাঁর সহকারী হিসেবে দেখা যাবে। প্রাথমিকভাবে ঘোষিত স্কোয়াডে ভারত বেশ কিছু পরিবর্তন করেছে। ভারতের টেস্ট দলে প্রথমবারের জন্য সুযোগ পেতে পারেন নবাগত অভিমন্যু ঈশ্বরন ও সৌরভ কুমার। বারো বছর পর জাতীয় টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন হয়েছে জয়দেব উনাদকাটের।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের প্রসঙ্গে, ভারত ১১ বার বাংলাদেশের মোকাবিলা করেছে এবং নয়বার জিতেছে। বাংলা টাইগার্স ভারতীয় দলের বিরুদ্ধে দীর্ঘতম ফর্ম্যাটে কখনই জিততে পারেনি। দুটি ম্যাচ ড্র হয়েছে। ওডিআই সিরিজ জয়ের পরে দলের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং চাইবে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয় অর্জন করতে।

এই সিরিজটি ভারতকে জিততেই হবে কারণ এই প্রতিযোগিতায় জয়ী হলে দলটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ সংঘর্ষের কাছাকাছি চলে যাবে। তবে যাই হোক না কেন, একটি উত্তেজনাপূর্ণ লড়াই অপেক্ষা করছে তা নিঃসন্দেহে বলাই যায়।

সিরিজের সূচী

১ম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম ডিসেম্বর ১৪ – ১৮, সকাল ৯:০০
২য় টেস্ট শের-ই-বাংলা স্টেডিয়াম, মীরপুর ডিসেম্বর ২২ – ২৬, সকাল ৯:০০
*ভারতীয় সময় অনুযায়ী

দুই দলের স্কোয়াড

বাংলাদেশ

শাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, ইয়াসির আলি, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান, জাকির হাসান, আনামুল হক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা।

ভারত

কেএল রাহুল (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরন, নবদীপ সাইনি, সৌরভ কুমার, জয়দেব উনাদকাট।

সম্প্রচারের বিবরণ

দুই ম্যাচের টেস্ট সিরিজটি সনি স্পোর্টস নেটওয়ার্ক টেলিভিশনে সম্প্রচারিত হবে এবং সনিলিভ অ্যাপে লাইভ স্ট্রিমিং হবে।