বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩: স্কোয়াড, সময়সূচী, সম্প্রচারের চ্যানেল এবং যাবতীয় বিবরণ

গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এইবারেও ফেভারিট হিসেবে শুরু করছে

BPL 2022 champions Comilla Victorians
BPL 2022 champions Comilla Victorians. (Image Source: Twitter)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন তার নবম সংস্করণে উপনীত হয়েছে। আসন্ন মরসুমটি ৬ই জানুয়ারি ঢাকায় শুরু হবে। ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

একই দিনে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবারের চ্যাম্পিয়নরা পরপর দুটি মরসুমের জন্য শিরোপা জেতার ব্যাপারে ফেভারিট। তাদের দলে রয়েছে মহম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলির মতো একঝাঁক পাকিস্তানি তারকা এবং বাংলাদেশের দুই প্রতিষ্ঠিত খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ও লিটন দাস।

গত বছরে অংশ নিয়েছিল ছয়টি দল, সেখানে এবারের টুর্নামেন্টে মোট সাতটি দল অংশ নেবে। প্রতিটি দল প্রতিযোগিতার লিগ পর্বে ১২টি ম্যাচ খেলবে এবং অন্য দলের মুখোমুখি হবে দুবার করে। লিগ পর্বের শেষে শীর্ষ চার দল প্লে অফে লড়বে। ১৬ই ফেব্রুয়ারি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালসহ মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে বিপিএলের নবম সংস্করণে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩-এর সাতটি দলের সম্পূর্ণ স্কোয়াড

ফরচুন বরিশাল: শাকিব আল হাসান, ইফতিখার আহমেদ, মহম্মদ ওয়াসিম, ইব্রাহিম জাদরান, করিম জানাত, উসমান কাদির, রাহকিম কর্নওয়াল, কেসরিক উইলিয়ামস, রহমানউল্লাহ্‌ গুরবাজ, নাভীন-উল-হক, কুসাল পেরেরা, মাহমুদউল্লাহ্‌, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, আনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি, হায়দার আলি, চতুরঙ্গ ডি সিলভা, সাইফ হাসান, খালেদ আহমেদ, কাজী অনিক, সুঞ্জামুল ইসলাম, সালমান হোসেন।

সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, কলিন অ্যাকারম্যান, মুশফিকুর রহিম, ইমাদ ওয়াসিম, নাজমুল হোসেন, রেজাউর রহমান, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরস, গুলবদিন নাইব, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, শরীফউল্লাহ ও তানজিম হাসান।

খুলনা টাইগার্স: তামিম ইকবাল, আভিষ্কা ফার্নান্দো, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আজম খান, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, মহম্মদ সইফুদ্দিন, দাসুন শানাকা, পল ফান মিকেরেন, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান জয়।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মুস্তাফিজুর রহমান, মহম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলি, খুশদিল শাহ্‌, মহম্মদ নবি, আব্রার আহমেদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, জশ কব, আশিকুর জামান, ব্র্যান্ডন কিং, জাকের আলী অনিক, শন উইলিয়ামস, চ্যাডউইক ওয়ালটন, শৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন।

ঢাকা ডমিনেটর্স: তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে, দিলশান মুনাবিরা, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরীফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন হোসেন, শান মাসুদ, আহমেদ শেহজাদ, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলী, মিজানুর রহমান, উসমান গণি, সালমান ইরশাদ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: আফিফ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ, ফরহাদ রেজা, তৌফিক খান, আল আমিন জুনিয়র, অভিষেক মিত্র, মোহাম্মদ নিহাদুজ্জামান, বিশ্ব ফার্নান্ডো, আশান প্রিয়াঞ্জন, কার্টিস ক্যাম্ফার, ম্যাক্স ও’ডাউড, উন্মুক্ত চাঁদ, উসমান খান, শাহনেওয়াজ দাহানি, খাজা নাফায়, মালিন্দা পুষ্পকুমারা, বিজয়কান্ত বিয়াসকান্ত ও দারবিশ রাসুলি।

রংপুর রাইডার্স: নুরুল হাসান, সিকান্দার রাজা, হারিফ রউফ, মোহাম্মদ নেওয়াজ, শোয়েব মালিক, পাথুম নিশাঙ্কা, জেফ্রি ভ্যান্ডারসাই, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, রকিবুল হাসান, শামীম হোসেন, রিপন মণ্ডল, আজমতউল্লাহ ওমরজাই, অ্যারন জোনস, রনি তালুকদার, পারভেজ হোসেন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩-এর সম্পূর্ণ সূচী

তারিখ সময় (স্থানীয়) ম্যাচ কেন্দ্র
৬ জানুয়ারি দুপুর ২:৩০ সিলেট স্ট্রাইকার্স vs চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মীরপুর
৬ জানুয়ারি সন্ধ্যা ৭:১৫ কুমিল্লা ভিক্টোরিয়ান্স vs রংপুর রাইডার্স মীরপুর
৭ জানুয়ারি দুপুর ২:০০ ঢাকা ডমিনেটর্স vs খুলনা টাইগার্স মীরপুর
৭ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ ফরচুন বরিশাল vs সিলেট স্ট্রাইকার্স মীরপুর
৯ জানুয়ারি দুপুর ২:০০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স vs সিলেট স্ট্রাইকার্স মীরপুর
৯ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স vs খুলনা টাইগার্স মীরপুর
১০ জানুয়ারি দুপুর ২:০০ ফরচুন বরিশাল vs রংপুর রাইডার্স মীরপুর
১০ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ ঢাকা ডমিনেটর্স vs সিলেট স্ট্রাইকার্স মীরপুর
১৩ জানুয়ারি দুপুর ২:৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স vs ফরচুন বরিশাল চট্টগ্রাম
১৩ জানুয়ারি সন্ধ্যা ৭:১৫ খুলনা টাইগার্স vs রংপুর রাইডার্স চট্টগ্রাম
১৪ জানুয়ারি দুপুর ২:০০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স vs ফরচুন বরিশাল চট্টগ্রাম
১৪ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স vs রংপুর রাইডার্স চট্টগ্রাম
১৬ জানুয়ারি দুপুর ২:০০ ঢাকা ডমিনেটর্স vs সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রাম
১৬ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স vs কুমিল্লা ভিক্টোরিয়ান্স চট্টগ্রাম
১৭ জানুয়ারি দুপুর ২:০০ খুলনা টাইগার্স vs রংপুর রাইডার্স চট্টগ্রাম
১৭ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স vs সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রাম
১৯ জানুয়ারি দুপুর ২:০০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স vs ঢাকা ডমিনেটর্স চট্টগ্রাম
১৯ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ ফরচুন বরিশাল vs রংপুর রাইডার্স চট্টগ্রাম
২০ জানুয়ারি দুপুর ২:৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স vs খুলনা টাইগার্স চট্টগ্রাম
২০ জানুয়ারি সন্ধ্যা ৭:১৫ ঢাকা ডমিনেটর্স vs ফরচুন বরিশাল চট্টগ্রাম
২৩ জানুয়ারি দুপুর ২:০০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স vs রংপুর রাইডার্স মীরপুর
২৩ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স vs ঢাকা ডমিনেটর্স মীরপুর
২৪ জানুয়ারি দুপুর ২:০০ ফরচুন বরিশাল vs সিলেট স্ট্রাইকার্স মীরপুর
২৪ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স vs ঢাকা ডমিনেটর্স মীরপুর
২৭ জানুয়ারি দুপুর ২:৩০ রংপুর রাইডার্স vs সিলেট স্ট্রাইকার্স সিলেট
২৭ জানুয়ারি সন্ধ্যা ৭:১৫ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স vs ফরচুন বরিশাল সিলেট
২৮ জানুয়ারি দুপুর ২:০০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স vs খুলনা টাইগার্স সিলেট
২৮ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স vs সিলেট স্ট্রাইকার্স সিলেট
৩০ জানুয়ারি দুপুর ২:০০ ঢাকা ডমিনেটর্স vs রংপুর রাইডার্স সিলেট
৩০ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ খুলনা টাইগার্স vs সিলেট স্ট্রাইকার্স সিলেট
৩১ জানুয়ারি দুপুর ২:০০ ঢাকা ডমিনেটর্স vs ফরচুন বরিশাল সিলেট
৩১ জানুয়ারি সন্ধ্যা ৭:০০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স vs খুলনা টাইগার্স সিলেট
৩ ফেব্রুয়ারি দুপুর ২:৩০ ফরচুন বরিশাল vs খুলনা টাইগার্স মীরপুর
৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:১৫ ঢাকা ডমিনেটর্স vs রংপুর রাইডার্স মীরপুর
৪ ফেব্রুয়ারি দুপুর ২:০০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স vs কুমিল্লা ভিক্টোরিয়ান্স মীরপুর
৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:০০ ফরচুন বরিশাল vs খুলনা টাইগার্স মীরপুর
৭ ফেব্রুয়ারি দুপুর ২:০০ খুলনা টাইগার্স vs সিলেট স্ট্রাইকার্স মীরপুর
৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:০০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স vs ফরচুন বরিশাল মীরপুর
৮ ফেব্রুয়ারি দুপুর ২:০০ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স vs ঢাকা ডমিনেটর্স মীরপুর
৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:০০ রংপুর রাইডার্স vs সিলেট স্ট্রাইকার্স মীরপুর
১০ ফেব্রুয়ারি দুপুর ২:৩০ কুমিল্লা ভিক্টোরিয়ান্স vs রংপুর রাইডার্স মীরপুর
১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:১৫ ঢাকা ডমিনেটর্স vs খুলনা টাইগার্স মীরপুর
১২ ফেব্রুয়ারি দুপুর ২:০০ এলিমেনেটর – (৩য় vs ৪র্থ) মীরপুর
১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:০০ ১ম কোয়ালিফায়ার – (১ম vs ২য়) মীরপুর
১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:১৫ ২য় কোয়ালিফায়ার – (১ম কোয়ালিফায়ার পরাজয়ী vs এলিমিনেটর জয়ী) মীরপুর
১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:১৫ ফাইনাল মীরপুর

সম্প্রচারের বিবরণ

ভারতে লাইভ স্ট্রিমিং হবে ফ্যানকোড অ্যাপে। বাংলাদেশে জিটিভি ও মাছরাঙা টিভি টুর্নামেন্ট সম্প্রচারের দায়িত্বে রয়েছে।