ব্যাটারদের আত্মবিশ্বাসের অভাব নিয়েই চিন্তায় বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিনগো

New Zealand vs Bangladesh
New Zealand vs Bangladesh. (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারটা এখন বাংলাদেশের সময়ের অপেক্ষা। আর সেই পরিস্থিতিতেই বাংলাদেশের ব্যাটারদের নিয়ে বিস্ফোরক বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিনগো। ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার পর তাদের আত্মবিশ্বাসের অভাব নিয়েই এবার প্রশ্ন তুললেন খোদ প্রধান কোচ রাসেল ডমিনগো। তাঁর মতে অই মুহূর্তে  দলের ব্যাটারদের সকলের আত্মবিশ্বাস একেবারে তলানীতে ঠেকেছে। আর ক্রিকেটের মতো খেলায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলাটাই সবচেয়ে বড় সমস্যার।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল বাংলাদেশ। কিন্তু প্রথম টেস্টেই একেবারে মুখ থুবড়ে পড়েছে তারা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে জয় পাওয়াটা এখন শুধুই অপেক্ষা। আর সেখানেই বাংলাদেশ ব্যাটিং লাইনআপের চূড়ান্ত ব্যর্থতায় খানিকটা হলেও অসন্তুষ্ট বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিনগো।  ব্যাটারদের আত্মবিশ্বাস নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রছম ইনিংসে মাত্র ১০৩ রানের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। সেই পারফরম্যান্সের পর সাকিব অল হাসানকেও মেজাজ হারাতে দেখা গিয়েছিল। দলের কোনও অভিজ্ঞ ব্যাটারই বড় রানের মুখ দেখতে পায়নি। সাকিব অল হাসানের অর্ধশতরান বাদ দিলে বাংলাদেশের কোনও ব্যাটারের ব্যাট থেকেই বড় রানের ঝলক মেলেনি প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ২০০ রানের গন্ডী টপকালেও, ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য সেই পারফরম্যান্সও যথেষ্ট ছিল না।

বাংলাদেশের হয়ে দুই ইনিংসে অর্ধশতরান পেয়েছেন সাকিব অল হাসান

দলের ব্যাটারদের থেকে এমন পারফরম্যান্স দেখার পরই বেশ অসন্তুষ্ট দলের কোচ রাসেল ডমিনগো। তাঁর মতে, “এই মুহূর্তে দলের ব্যাটারদের আত্মবিশ্বাস একেবারেই তলানীতে। মোমিনুল, শান্তোদের মতো বড় ক্রিকেটাররা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। ক্রিকেটের মতো খেলায় আত্মবিশ্বাসের গুরুত্বটাই আলাদা। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে এই মুহূর্তে সেটাই সবচেয়ে কম”।

তিনি আরও বলেন, “এটা একেবারেই ঠিক নয়। দুই ইনিংস মিলিয়েই ভুল সিদ্ধান্তে বহু উইকেট হারাতে হয়েছে। প্রথম ইনিংসে ১০৩ যেমন কাম্য নয়, তেমনই দ্বিতীয় ইনিংসেও ২৪৫ রানের বেশী হওয়া উচিত্ ছিল”।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৩ রানের জবাবে ২৬৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনেও। কিন্তু তারা পারেননি।  দ্বিতীয় ইনিংসেও ২৪৫ রানেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ। সেখানেও সাকিব অল হাসান ও লুরুল হাসানই একমাত্র ৬০ রানের ওপর করতে পেরেছিলেন। বাকিরা সকলেই ব্যর্থ। মাত্র ৩৫ রানের লিড নিতে পেরেছিল বাংলাদেশ। দলের ব্যাটারদের এমন অবস্থা দেখে বহেশ অসন্তুষ্ট প্রধান কোচ রাসেল ডমিনগো।