পঞ্চম শ্রীলঙ্কান বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করলেন নুয়ান থুসারা

Nuwan Thushara
Nuwan Thushara. (Photo Source: Twitter)

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে হ্যাটট্রিক করলেন শ্রীলঙ্কার প্রতিভাবান পেসার নুয়ান থুসারা। এই ম্যাচে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশের বিরুদ্ধে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

এই ম্যাচটিতে নুয়ান থুসারা ৪ ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নেন। তিনি প্ৰথমে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আউট করেন। নাজমুল ৬ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন তৌহিদ হৃদয়। তাঁকে এবং পরবর্তী ব্যাটার মাহমুদউল্লাহকেও পুরোপুরিভাবে ধরাশায়ী করেন নুয়ান। এই তিন ব্যাটারকে আউট করার মাধ্যমে তিনি তাঁর হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।

এরপরে নুয়ান থুসারা আরও ২টি উইকেট শিকার করেন। ওপেনার সৌম্য সরকার ১০ বলে ১১ রান করে তাঁর শিকার হন।শেষে শরিফুল ইসলাম ২ বলে ৪ রান করে তাঁর বলে আউট হন।

তৃতীয় ম্যাচটিতে বাংলাদেশকে ২৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা

তৃতীয় ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান তোলে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেন। তিনি ৫৫ বলে ৮৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ৬টি ছয় মারেন। তিনি বাদে শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার খুব বেশি রান করতে পারেননি। অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৩ বলে মাত্র ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কামিন্দু মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস যথাক্রমে ১২ বলে ১২ রান এবং ৭ বলে ১০ রান করেন। শেষে দাসুন শানাকা ২টি চার এবং ১টি ছয় সহ ৯ বলে ১৯ রান করেন। তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন যথাক্রমে ৪ ওভারে ২৫ রান এবং ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ২টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। নুয়ান থুসারার বোলিংয়ের দাপটে মাত্র ৩২ রানের মধ্যেই ৬টি উইকেট হারিয়ে ফেলেছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। এরপর, রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ মিলে দলকে একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। রিশাদ ৩০ বলে ৫৩ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৭টি ছয়। অন্যদিকে, তাসকিন ৩টি চার এবং ২টি ছয় সহ ২১ বলে ৩১ রান করেন।