লঙ্কা প্রিমিয়ার লিগই বাবর আজমের কাছে এশিয়া কাপের প্রস্তুতি মঞ্চ

Babar Azam in press conference
Babar Azam in press conference. (Photo by RIZWAN TABASSUM/AFP via Getty Images)

এবারই প্রথম লঙ্কা প্রিমিয়ার লিগে অংশগ্রহন করেছেন বাবর আজম। তঁর কাছে ডি টি২০ কানাডার প্রস্তাব থাকলেও  শেষপর্যন্ত এই লঙ্কা প্রিমিয়ার লিগকেই বেছে নিয়েছিলেন বাবর আজম। কয়েকদিন আগেই এই প্রসঙ্গে নিয়ে মুখ খুলেছিলেন বাবর আজমের বাবা। এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা নিয়ে মুখ খুললেন খোদ বাবর আজমই। সামনেই রয়েছে এশিয়া কাপের ম্যাচ। সেখানেই দেশের জার্সিতে নিজের সেরা পারফরম্যান্স করাটাই এখন প্রধান লক্ষ্য বাবর আজমের। এশিয়া কাপের প্রস্তুতি মঞ্চ হিসাবে এই লঙ্কা প্রিমিয়ার লিগকে পেছে নিয়েছেন বাবর আজম।

পাকিস্তানের হয়ে নিজের সেরা পারফরম্যান্স এশি্য়াকাপ ও বিশ্বকাপে দেখানোর জন্যই নাকি এই মঞ্চকে বেছে নিয়েছেন বাবর আজম। এই লিগ শেষ হবে ২০ অগস্ট। ফলে এশিয়া কাপ শুরু হওয়ার আগে বিশ্রামের খুব একটা বেশী সময়ও তিনি পাবেন না।  এছাড়া এখানকার উষ্ঞ আবহাওয়ার কথা মাথায় রেখেও লঙ্কা প্রিমিয়ার লিগেই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বাবর আজম।  কারণ এবারের এশিয়া কাপের ম্যাচ পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাতেও খেলা হবে।

লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন বাবর আজম

লঙ্কা প্রিমিয়ার লিগের শুরুটা অবশ্য বাবর আজম খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। যদিও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন বাবর আজম। শ্রীলঙ্কা এই আবহাওয়ারপ সহ্গে মানিয়ে নেওয়ার জন্যই যে এই লিগে খেলার  সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা বলতে কোনও দ্বিধা নেই বাবর আজমের। সেই মতোই চলছে বাবর আজমের প্রস্তুতিও।তিনি কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন। সেখানেতাঁর সহ্গে শ্রীলঙ্কা ক্রিকতেটরও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে। তাদের সঙ্গে খেলটাযেবাবরক আজমকে অনেকটাই সাহায্য করছে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে বাবর আজম জানিয়েছেন, “যখনই কোনও আলাদা লিগ কোনও আলাদা পরিস্তিতিতে খেলা হয় সেটা সবসমই নিজেকে আরও অনেককিছু শিখতে সাহায্য করে। নিজেকে সেরা করে তোলাই এখন প্রধান লক্ষ্য আমার কাছে। আমাদের সামনে এশিয়াতে অনেক ম্যাচ রয়েছে, সেখানেই খেলার জন্য এখানকার বোলারদের বিরুদ্ধে খেলাটা মায় অনেক বেশী সাহায্য করবে। এসিয়া কাপ, আফগানিস্তান সিরিজের পাশাপাশি আমাদের সামনে রয়েছে বিশ্বকাপের মঞ্চ। এখতানে ভাল পারফরম্যান্সের পাশাপাশি এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব আমি। সেইসঙ্গে আসন্ন প্রতিযোগিতার জন্য স্পিনের বিরুদ্ধে খেলার দক্ষতা ঝালিয়ে নিতে হবে”।

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়েখেলছেন বাবর জম। এই প্রতিযোগিতা শেষ হওয়ার পরই এসিয়া কাপে তাঁর নেতৃত্বে নামবে পাকিস্তান। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।