বিরাট-রোহিত নন, বাবরের নজরে অন্য দুই ক্রিকেটার

Babar Azam. (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

ভারত অধিনায়ক বিরাট কোহলি বা রোহিত শর্মা নন, পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের মতে এবারের টি২০ বিশ্বকাপে অন্য দুই ক্রিকেটার নজর কাড়বেন। তারমধ্যে প্রথম নাম নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং বোলার হিসেবে হাসান আলি।

Advertisement
Advertisement

এক সাংবাদিক সম্মেলনে বাবর জানান, ‘সংযুক্ত আরব আমিরশাহিতে আমরা অনেক ক্রিকেট খেলেছি। এবং এখানকার আবহাওয়া আমাদের উপযোগীও। আমরা প্রতিটা বিভাগে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাই।’ ২৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে পাকিস্তান। নিঃসন্দেহে দুই দলের প্রথম ম্যাচটাই সবচেয়ে বেশি উত্তেজনার হতে চলেছে। তবে সব ম্যাচেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায় পাকিস্তান। বাবর আজম বলেছেন, ‘নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে বড় সম্মানের। এবং জাতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য আমি গর্ববোধ করি। এটা একটা নতুন চ্যালেঞ্জ। এবং আমার বিশ্বাস, আমরা ভাল ফল করবই।’

অন্যদিকে, আইপিএল শেষে এবার বিশ্বকাপের আসর। ১৮ অক্টোবর এবং ২০ অক্টোবর ভারতের ওয়ার্ম ম্যাচ রয়েছে। আর মূল পর্বের প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে। এই হাইভোল্টেজ ম্যাচের উত্তেজনা অনেক আগে থেকেই আঁচ পেতে শুরু হয়ে গিয়েছে। বাকযুদ্ধও শুরু হয়ে গেছে কিন্তু আসল লড়াই ক্রিকেট মাঠে।

প্রসঙ্গত ১৭ ই অক্টোবর থেকে ১৪ ই নভেম্বর পর্যন্ত চলবে এই টি-২০ বিশ্বকাপ। ৩৫ টি শহরের ৭৫ টি স্ক্রিনে ম্যাচ প্রর্দশনীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে নিউ দিল্লি, পুনে, আহমেদাবাদ, মুম্বইয়ের মতন বড় শহরগুলি। উল্লেখ্য বিরাট কোহলির ভারত ২৪ অক্টোবর তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে। পিভিআর সিনেমার তরফে জানানো হয়েছে তাদের সঙ্গে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। যার ফলে ভারতের ম্যাচ ছাড়াও তারা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের প্রর্দশনী করতে পারবে।