অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রথম দুই ম্যাচে অনিশ্চিত অক্ষর পটেল

Axar Patel
Axar Patel. (Photo Source: BCCI)

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এরপরই সামনে রয়েছে ঘরের মাঠে অস্চ্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ। সেখানেই ভারতীয় দলের  প্রথম একাদশ কী হবে তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। বিশেষ করে সেখানে শ্রেয়স আইউয়ার ও অক্ষর পটেল খেলেন তা নিয়েই শুরু হয়েছে নানান জল্পনা।  এশিয়া কাপের পরই সাংবাদিক সম্মনেলে বসেছিলেন রোহিত শর্মা। সেখানেই এই দুই তারকা ক্রিকেটারদের নিয়ে বার্তা দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত  শর্মা। অস্ট্রেলিার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে অনিশ্চিত আক্ষর পটেল।

এবারের এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে দুটো ম্যাচ খেলছিলেন অক্ষর পটেল। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে অক্ষর পটেলকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানবেজমেন্ট। দুই ম্যাচেই ভাল ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। কিন্তু সেভাবে অক্ষর রপটেলকে বল হাতে পারফরম্যান্স করতে দেখা যায়নি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পরই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন অক্ষর পটেল। ফাইনালের ম়্চে তাঁর জায়গায় ভারতীয় দলের প্রথম একাদশে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সময়ই চোট পেয়েছিলেন অক্ষর পটেল

আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে নামছে টিম ইন্ডিয়া। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ভারতীয় দলের কাছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানেই অক্ষর পটেলকে শুরু থেকে পাওয়া যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভাল ব্যাটিং পারফরম্যান্স দেখালেও, সেই ম্যাচেই চোট পেয়েছিলেন অক্ষর পটেল। সেই চোট যে খুব একটা হাল্কা চোট ছিল না সেই কথা ফাইনাল শেষে রোহিত শর্মাই জানিয়েছেন। সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে নাও খেলতে পারেন অক্ষর পটেল। তাঁর সেরে উঠতে অন্তত ১০ দিন সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা জানিয়েছেন, “অক্ষরের হাল্কা একটা চোট রয়েছে। মনে হচ্ছে এক সপ্তাহ কিংবা ১০ দিন লাগতে পারে তাঁর সেরে উঠতে। আমাদের অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরে দেখতে হবে যে তিনি কতটা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারছেন। কারণ সকলের সেরে ওঠার পদ্ধতি একরকম নয়। কেউ কেউ তাড়াতাড়ি সেরে ওঠেন। আমার মনে হয় অক্ষরও হয়ত তাদের মধ্যে একজন। আমাদের ধৈর্য ধরে দেখতে হবে যে তিনি কী করেন। আমি নিশ্চিত নই যে তি্নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম দুটো ম্যাচে খেলতে পারবেন কিনা”।

আসন্ন বিশ্বকাপে ৮ অক্টোবর যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। সেখানেই তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে এই সিরিজ যে টিম ইন্ডিয়াকে অনেকটা সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না।