লো স্কোরিং ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কষ্টার্জিত জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

Josh Hazlewood
Josh Hazlewood. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ জয় দিয়ে অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। শনিবার বিশ্বকাপের সুপার ১২-র উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। লো স্কোরিং ম্যাচে একটা সময় মাত্র ১১৮ রান তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছিল অজিরা। কিন্তু শেষ অবধি মার্কস স্টোয়নিস (২৪ অপ), ম্যাথু ওয়েড (১৫ অপ)-এর পার্টনারশিপ অজিদের জিতিয়ে আনেন।

প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস তাসের ঘরের মত ভেঙে পড়ে। অধিনায়ক তেম্বা বাভুমা (১২), কুইন্টন ডি কক (৭) দুই প্রোটিয়া ওপেনার শুরুতেই ফিরে যান। মাত্র ৪৬ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকা চার ব্যাটসম্যানকে হারায়। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, প্রোটিয়া ইনিংস ৮৩ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ভেঙে পড়ে। দলের বিপর্যের মধ্যে শুধু লড়েন আইডেন মাক্ররাম (৪০)। শেষের দিকে রাবাদা (১৯)-র ইনিংসের সৌজন্য দক্ষিণ আফ্রিকা ১১৮ রান করে। মিটেল স্টার্ক, হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন।

অল্প রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া খারাপ শুরু করে। শূন্য রানে আউট হন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওয়ার্নার (১৪)-র তেমন কিছুই করতে পারলেন না। তিনে নেমে ব্যর্থ মিচেল মার্শ (১১)। স্টিভ স্মিথ এরপর লড়েন। কিন্তু স্মিথ (৩৫)-ম্যাক্সওয়েল (১৮) আউটের পর দারুণ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ৮১ রানে ৫ উইকেট হারায় অজিরা। সেখান থেকে ঠান্ডা মাথায় দলকে জেতান মার্কস স্টোয়নিস (২৪ অপ), ম্যাথু ওয়েড (১৫ অপ)। দু বল বাকি থাকতে জেতে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা সে দিন খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে যাবে। এই চারটি দেশ ছাড়াও এই গ্রুপের অন্য দুটি দল হল ইংল্যান্ড, ও বাংলাদেশ।