ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ কি ঋষভ পন্থ খেলবেন? এই ব্যাপারে মুখ খুললেন রোহিত শর্মা
আপডেট করা - Aug 23, 2023 4:05 pm
৩০শে আগস্ট থেকে এশিয়া কাপ শুরু হতে চলেছে। সম্প্রতি এই টুর্নামেন্টটির জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে ভারত। প্রধান নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা একটি সংবাদ সম্মেলনে এই দলটিকে নির্বাচিত করার ব্যাপারে মুখ খুলেছেন। এই সংবাদ সম্মেলনে তাদের দুজনকে অনেক প্রশ্নই করা হয়েছিল। উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থের ফিটনেস সংক্রান্ত প্রশ্নেরও মুখোমুখি হয়েছিলেন তারা।
২০২২ সালের ডিসেম্বর মাসে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন ঋষভ পন্থ। এই দুর্ঘটনায় তিনি গুরুতর চোট পেয়েছিলেন। যার জন্য তাকে অস্ত্রোপচারও করাতে হয়েছিল। তিনি বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন। সেখানে বেশ কয়েকমাস ধরে তিনি রিকভারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তার ব্যাট করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এর পর থেকেই তার দলে ফেরা ব্যাপারে প্রশ্ন উঠতে থাকে।
রোহিত শর্মাকে ঋষভ পন্থের দলে ফেরার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। ভারতীয় দলের অধিনায়ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পন্থ এখনও পর্যন্ত পুরোপুরি ফিট হননি।
রোহিত শর্মা বলেন, “দুর্ভাগ্যবশত, ঋষভ পন্ত এখনও প্রস্তুত নন।”
ঋষভ পন্থ ওডিআই বিশ্বকাপে দলে ফিরবেন কিনা সেই নিয়েও রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল। তবে এক্ষেত্রে তার তরফ থেকে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
ভারতীয় দলের অধিনায়ক বলেন, “আজকের রিপোর্ট অনুযায়ী, ঋষভ পন্ত এশিয়া কাপের জন্য ফিট নন।”
“নমনীয়তা গুরুত্বপূর্ণ, তবে এর অর্থ এই নয় যে ওপেনারকে সাত নম্বরে পাঠানো হবে” – রোহিত শর্মা
রোহিত শর্মা ভারতীয় দলের ব্যাটিং অর্ডার নিয়েও মুখ খুলেছেন। কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার ফিরে আসায় ভারতীয় দলের ব্যাটিং অর্ডারকে বেশ শক্তিশালী দেখাচ্ছে। এশিয়া কাপে তারা কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।
রোহিত শর্মা বলেন, “নমনীয়তা গুরুত্বপূর্ণ, তবে এর অর্থ এই নয় যে ওপেনারকে সাত নম্বরে পাঠানো হবে। গত ৪-৫ বছরে তিন নম্বরে ব্যাট করেছেন কোহলি। চার নম্বর এবং পাঁচ নম্বরের জন্য, খেলোয়াড়কে অলস হতে হবে। আমার ক্যারিয়ারের সময়ও এটি ঘটেছে। আমরা ওপেনারকে নীচে নামাব না। সেই পাগলামি করব না।”
তিনি যোগ করেছেন, “আমাদের কিছু জন আছে যারা চার নম্বরে ব্যাট করতে পারে। এখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে, চাপের মধ্যে পারফর্ম করা খেলোয়াড়রা ইনজুরিতে পড়েছেন। আমরা বাকিদের সুযোগ দেব।”