রোহিতের প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo Source: BCCI)

ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টের ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না রবিচন্দ্রন অশ্বিন। টেস্টের দ্বিতীয় দিনে ৫০০ উইকেটের মাইল ফলক তিনি সবে সম্পূর্ণ করেছেন। ইতিমধ্যেই এসে পৌঁছলো মায়ের অসুস্থতার খবর। যা শোনার পর আর চোখের জল ধরে রাখতে পারেননি অশ্বিন। বিছানায় বসে কাঁদতে শুরু করেন ভারতীয় দলের অভিজ্ঞ এই স্পিনার। কী করবেন, কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি। তখনই ঘরে আসেন অধিনায়ক রোহিত শর্মা ও ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। রোহিত এসে সঙ্গে সঙ্গে বলেন, ‘তুমি এখনো বসে আছো কেন? এখনই চেন্নাই চলে যাও।’ অধিনায়কের কথায় আর দেরি করেননি অশ্বিন। তৎক্ষণাৎ রওনা দেন ঘরের উদ্দেশ্যে।

সেদিনের গোটা ঘটনাটিই নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি রোহিতের ব্যবহারে আপ্লুত। তিনি বলেন, ‘ রোহিতের ওই মনোভাব দেখে আমি কথা হারিয়ে ফেলেছিলাম। আমাদের দলের এক ফিজিওকেও আমার সঙ্গে চেন্নাই পাঠানো হয়েছিল। রোহিত ওকে বারবার ফোন করে আমার খোঁজ নিয়েছে।’ অধিনায়কের এই মানসিকতায় মুগ্ধ তারকা স্পিনার আরো বলেন, ‘ রোহিতের মনোভাব দেখে সত্যিই সেদিন আমি আপ্লুত হয়ে পড়ি। ওর মধ্যে আমি সব সময় এক অসাধারণ নেতাকে দেখতে পাই। ও খুবই দয়ালু মনের ছেলে। যে কারণে পাঁচটি আইপিএল ট্রফি সহ ঈশ্বর ওকে অনেক কিছু দিয়েছেন। প্রার্থনা করি রোহিত যেন জীবনে আরও বেশি কিছু অর্জন করে।’ সবশেষে তিনি বলেন, প্রয়োজনে তিনি রোহিতের জন্য জীবনও দিতে পারেন। তৃতীয় দিন মাঠে নামতে পারেননি অশ্বিন। চেন্নাই ফিরে গিয়েছিলেন অসুস্থ মাকে দেখতে।

চাটার্ড বিমানের ব্যবস্থা করে দেওয়ার জন্য ভারতীয় টেস্ট দলের আরেক তারকা চেতেশ্বর পুজারাকেও ধন্যবাদ জানিয়েছেন অশ্বিন।

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ২৬ টি উইকেট নিয়ে ভারতের জয়ের অন্যতম কান্ডারী ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন মন্তব্য করেছিলেন চতুর্থ ইনিংসে ছয়শো রানও তাড়া করতে তৈরী ইংল্যান্ড দল। যা নিয়ে খানিক মস্করা করেন অশ্বিন। তিনি বলেছেন, ‘ সাংবাদিক বৈঠকে এসে অ্যান্ডারসন বলেছিল ৫০০-৬০০ রান ওরা ৬০ ওভারে তুলে দেবে। আমার মনে হয় অ্যান্ডারসন একটু বাড়াবাড়ি করে ফেলেছিল।’ অবশ্য শুধুমাত্র অশ্বিন নন, ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান জেফ্রি বয়কটেরও রোষের মুখে পড়েছেন অ্যান্ডারসন। তিনি এই সিরিজে অ্যান্ডারসনের ধারাবাহিক ব্যর্থতার সমালোচনা করেন।