এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কাতেই, জানালেন অরুণ ধুমাল

Arun Dhumal
Arun Dhumal. (Photo Source: Twitter)

বিশ্বকাপের আগে অগস্ট মাসের শেষেই শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। আয়োজক দেশ পাকিস্তান হলেও তাদের মাটিতে ভারতীয় দল যে খেলবে না তা আগে থেকেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু একটা জল্পনা চলছিল। এশিয়া কাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কোথায় আয়োজিত হবে, তা নিয়েই শুরু হয়েছিল নানান জল্পনা। অবশেষে সেই প্রসঙ্গেই সমস্ত জল্পনার অবলান ঘটালেন  আইপিএল কমিটির চেয়ারম্যান অরুণ ধুমাল। পাকিস্তানে নয়, শ্রীলঙ্কাতেই হবে ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ।

এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। সেই থেকেই শুরু হয়েছিল নানান হিসাব নিকাশ। নিরাপত্তা জনিত কারণের জন্য পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারতীয় দল, তা আঈগেই জানিয়ে দেওয়া হয়েছিল বিসিসিআইয়ের তরফে। সেই থেকেি এশিয়া কাপে ভারতের খেলা নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। সেই ,সময় পাকিস্তনের তরফেই হাউব্রিড মডেলের প্রসস্তাব দেওয়া হয়েছিল। দীর্ঘ আলোচনার পর শেষপর্যন্ত পাকিস্তান এবং শ্রীলঙ্কাতেই এবারের এশিয়াকাপ হওয়ার চূড়ন্ত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছিল। সেখানেই ভারতীয় দল তাদের প্রতিটি ম্যাচ খেলবে বলেও জানিয়ে দেওয়া হয়েছিল।

আগামী অগস্ট মাসের শেষেই শুরু হতে পারে এবারের এশিয়া কাপ

কিন্তু ভারত বনাম পাকিস্তান ম্যাচ কোথায় হবে তা নিয়েই দেখা দিয়েছিল সমস্যা। কারণ এশিয়া কপের মঞ্চে লিগ পর্বের প্রথম চারটি ম্যাচ পাকিস্তানের মাটিতেই হওয়ার কথা রয়েছে। সেখানে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে নানান হিসাব নিকাশ চলছিল। সেই জল্পনারই অবসান ঘটাসেন আইপিএল চেয়ারম্যান  অরুণ ধুমাল। জয় শাহের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আলোচনা হওয়ার পরই নাকি সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। জানিয়ে দিয়েছেন অরুণ ধুমাল। শুধু তাই নয় ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচও যদি হয় সেটাও শ্রীলঙ্কাতেই হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে অরুণ ধুমাল জানিয়েছেন, “আমাদের সচিব পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা অশরাফের সঙ্গে বৈঠক করেন এবং সেখানেই এশিয়া কাপের সূচী  নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত  গ্রহন করা হয়েছিল। সে্খানেই লিগ পর্বের ৪টি ম্যাচ খেলা হবে পাকিস্তানে এবং বকি ৯টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কাতে। সেখানেই হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এমনকী এই দুই দল যদি ফাইনালে ওঠে, সেই ম্যাচও হবে শ্রীলঙ্কাতেই”।

শোনাযাচ্ছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নাকি হতে পারে ডাম্বুলাতে। পাকিস্তান  তাদের একমাত্র হোম গেম নাকি নেপালের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে পাকিস্তান। আগামী অগস্টের  শেষেই শুরু হবে এবারের এশিয়া কাপ।