কনকাশন নিয়মে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন অ্যান্ডাইল ফেলুকায়ো

andile-phehlukwayo
andile-phehlukwayo. (Photo Source: Twitter)

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে একদিনের সিরিজে এগিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিততে পারলেই কার্যত সিরিজে অনেকটাই এগিয়ে যাবে প্রোটিয়া বাহিনী। কিন্তু সেই ম্যাচে নামার আগেই চিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার অ্যান্ডাইল ফেলুকায়ো। প্রথম ম্যাচ চলাকালীন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজের সঙ্গে ধাক্কা লেগে চোয়াল এবং মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। আর তাতেই গোটা সিরিজ থেকে ছিটকে গেলেন ফেলুকায়ো।

এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে একদিনের সিরিজে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আর প্রোটিয়া শিবিরে অ্যান্ডাইল ফেলুকায়ো অন্যতম ভরসাযোগ্য অল রাউন্ডার। কিন্তু আইসিসির কনকাশন নিয়মের জেরেই আপাতত এই সিরিজে মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। দক্ষিণ আফ্রিকা শিবিরের মেডিক্যাল অফিসারের মত অনুযায়ী তিনি সেরে উঠলেও, এখনও পুরোপরি সুস্থ নন। কনকাশন নিয়মেই এই সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামতে পারবেন না তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬২ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা

প্রতম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট ব্যাবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেই প্রথমে ব্যাটিং করেছিল দক্ষিণ আফ্রিকা। ফিল্ডিং করার সময়ই ঘটে এই ঘটনা। একটি বল বাঁচানোর লক্ষ্যে ফেলুকায়ো এবং কেশব মহারাজ দুজনেই গিয়েছিলেন। সেই সময়ই অধিনায়ক কেশব মহারাজের সঙ্গে ধাক্কা লাগে অ্যান্ডাইল ফেলুকায়োর। সেই সময়ই চোয়ালে চোট পাওয়ার সঙ্গে মাথাতাও আঘাত পান তিনি। মাঠে চিকিত্সা শুরু হলেও, শেষপর্যন্ত আর সেই ম্যাচ খেলতে পারেননি দকর্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার।

আইসিসির কনকাশন নিয়ম অনুযায়ী তাঁর জায়গায় সেই ম্যাচে মাঠে নেমেছিলন ডোয়েন প্রিটোরিয়াস। তিনিই থেলেছিলেন বাকি ম্যাচটা। এরপর থেকেই দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটারকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েই ছিল চর্চা। বৃহস্পতিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ থেকে অ্যান্ডাইল ফেলুকায়োর ছিটকে যাওয়ার সংবাদ দিল দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্টের তরফে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ছিটকে যাওয়া যে খানিকটা হলেও বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

দক্ষিণ আফ্রিকা শিবিরের চিকিত্সক জানিয়েছেন, “কনকাশনের  নিয়ম অনুযায়ী  তাঁকে এখন পর্যবেক্ষণা রাখা হয়েছে। অ্যান্ডাইল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কনকাশনের থেকে এবার তাঁর শুরু হবে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম”।

প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬২ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের ঘরের মাটিতে এখন সিরিজ জেতাই কেশব মহারাজদের অন্যতম লক্ষ্য।