পরপর ব্যর্থতায় ময়াঙ্ককে তুলোধনা অজিত আগরকরের

Ajit Agarkar. (Photo Source: Instagram)

দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রাখার পর থেকেই ব্যর্থতা তাঁর নিত্যসঙ্গী। সেঞ্চুরিয়ন থেকে কেপটাউন, ময়াঙ্ক আগরওয়ালের ব্যাটিংয়ের চিত্রটা এতটুকু বদলায়নি। ব্যাটে রান নেই ময়াঙ্ক আগরওালের। আর কেপটাউনে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগরওয়ালের এই ফর্ম দেখে তাঁকে রীতিমত তুলোধনা করলেন অজিত আগরকর। ময়াঙ্ক আগরওয়ালের ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। বিদেশের মাটিতে আগরওয়াল এমনভাবে খেললে তাঁর দুর্বলতা ধরতে কারোর বেশী সময় লাগবে না বললেও মনে করছেন তিনি।

Advertisement
Advertisement

চোটের জন্য রোহিত শর্মা গোটা দক্ষিণ আফ্রিকা সফরেই নেই। তাঁর জায়গায় টেস্ট সিরিজে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে ময়াঙ্ক আগরওয়ালকে বেছে নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারেই ব্যাট হাতে সফল হতে পারেননি তিনি। গোটা সিরিজে তিনি রান পেয়েছেন ৯, ১৭, ৩ এবং ৭। যা ভারতীয় দলকে স্বস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়। বরং চাপ বাড়াচ্ছে তা বলাই চলে।

আর ওপেনিংয়ে ময়াঙ্ক আগরওয়ালের এই ব্যর্থতা দেখে তাঁর টেকনিক নিয়ে প্রশ্ন না তুলে থাকতে পারলেন না প্রাক্তন ভারতীয় তারকা বোলার। অজিত আগরকর বলেন, “রাবাডা যেভাবে বল করছে তা সামাল দেওয়া সবসময়ই কঠিন, কিন্তু ময়াঙ্কের টেকনিকে বহু ভুল রয়েছে। সেজন্যই এত সুযোগ পেয়েও তা হারাচ্ছেন তিনি। এভাবে খেললে বিদেশের মাটিতে তাঁকে ধরে ফেলা খুব একটা কঠিন কাজ হবে না”।

ঘরের মাঠে ময়াঙ্ক আগরওয়ালের পারফরম্যান্স দুরন্ত। রয়েছে বেশকিছু রেকর্ডও। কিন্তু বিদেশের মাটিতে এখনও পর্যন্ত সেভাবে সাফল্য পাননি তিনি। বরং একের পর এক ব্যর্থতায় সুযোগ হারিয়েই চলেছেন ময়াঙ্ক আগারওয়াল। আর এই জিনিস দেখেই খানিকটা অসন্তুষ্ট হয়ে উঠেছেন প্রাক্তন ভারতীয় বোলার অজিত আগরকর।

তিনি আরও মনে করেন যে দেশের মাটিতে ফেরার পর ময়াঙ্ক আগরওয়াল শ্রীলঙ্কার বিরুদ্ধে হয়ত সুযোগ পাবেন না। চোট সারিয়ে সেই জায়গায় দলে ফিরবেন রোহিত শর্মা। ময়াঙ্ককে নিজেকে আরও তৈরি করা দরকার বলেই মনে করছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। ইতিমধ্যেই ময়াঙ্ক আগরওয়ালকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছেন অনেকেই। সেই তালিকায় এবার নাম তুললেন অজিত আগরকরও।

সমস্ত কিছুর জবাব দিয়ে আগরওয়াল ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই এখন দেখার।