‘পারফেক্ট টেন’ এজাজ প্যাটেল এখন ১২-তে ১২

Ajaz Patel. (Photo Source: Twitter)

প্রথম ইনিংসে দশের মধ্যে দশটা উইকেট তোলার পর, এবার দ্বিতীয় ইনিংসেও জাদু চলছে নিউ জিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেলের। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ভারতের দুটি উইকেট পড়েছে। তার দুটিই নিয়েছেন এজাজ। আজ, রবিবার মুম্বই টেস্টের তৃতীয় দিনে এজাজের বলে আউট হন মায়াঙ্ক আগরওয়াল (৬২) ও চেতেশ্বর পূজারা (৪৭)। তার মানে চলতি টেস্টে এজাজের ১২টি উইকেট নেওয়া হয়ে গেল, ভারতেরও দুটি ইনিংস মিলিয়ে ১২টি উইকেট পড়েছে। ক্রিজে এখন আছেন বিরাট কোহলি ও শুবমন গিল। ভারতের লিড ৪০০ ছাড়িয়েছে।

Advertisement
Advertisement

দ্বিতীয় দিনের শেষে ভারত ৩৩২ রানে এগিয়ে ছিল। ক্রিজে ছিলেন মায়াঙ্ক আগারওয়াল ৩৮ রানে আর চেতেশ্বর পূজারা ২৯ রানে। যতদূর সম্ভব তৃতীয় দিনে ভারত লাঞ্চ পর্যন্ত খেলতে পারে। আর সেই রানের লিড যে ধরা ছোঁয়ার বাইরে যাবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই ভারতের জয় কার্যত সময়ের অপেক্ষা যদি কোনও মিরাকেল না ঘটে।

প্রসঙ্গত, ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২ ঘন্টা ২৮ মিনিটে শেষ হয়ে গেল টেস্ট ক্রিকেটের শীর্ষে থাকা দল  মহম্মদ সিরাজের আগুনে পেস ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের জবাব কিউইদের কাছে ছিল না। ফলে ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন রান করল বিশ্ব টেস্ট জয়ী দল। এর আগে ২০০২ সালে হ্যামিলটনে ৯৪ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এতদিন পর্যন্ত সেটাই ছিল টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কিউইদের সবচেয়ে কম রান।