ঋষভ পন্থকে আবারও পুরনো ফর্মেই দেখার ব্যপারে আশাবাদী নাসিন হুসেন

Rishabh Pant
Rishabh Pant. (Image Source: IPL/BCCI)

সবকিছু ঠিকঠাক চললে চোট সারিয়ে আসন্ন আইপিএলের মঞ্চেই ফিরতে চলেছেন ঋষভ পন্থ। ভয়ঙ্কর দূর্ঘটনার জন্য ২০২৩ সালে মাঠে নামতে পারেননি এই তারকা ক্রিকেটার। ২০২৪ সালেই প্যাড গ্লাভস পরে ফের একবার মাঠে নামতে চলেছেন তিনি। সেখানেই তাঁকে নিয়ে আশাবাদী প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নালির হুসেন। তাঁর মতে ঋষভ পন্থ যখন খেলতেন সেই সময়ও বিধ্বংসী ছিলেন। মাঝে একটা বছর তিনি খেলতে পারেননি ঠিকই। কিন্তু এবার ফের মাঠে ফিরলে ঋষভ পন্থকে আবারও সেই পুরনো ফর্মেই দেখা যাবে বলে মনে করছেন তিনি।

২০২২ সালের শেষে এক  ভয়ঙ্কর ঘটনা সকলকে চমকে দিয়েছিল। ভয়ঙ্কর গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। সেই বিভীষিকা এখনও পর্যন্ত ভুলতে পারেনি কেউই। এখনও পর্যন্ত মাঠের বাইরে রয়েছে ঋষভ পন্থ। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আইপিএল দিয়েই ফের একবার মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। সেই অভিশপ্ত দিনেরই একবছর সম্পূর্ণ হল। ইতিমধ্যেই ঋষভ পন্থের উদ্দেশ্যে দিল্লি ক্যাপিটালস শিবিরের তরফে এক বিশেষ বার্তা। এবার শুধুই ক্রিকেট মাঠে ঋষভ পন্থ ২.০ দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব।

গতবার ঋষভ পন্থের জায়গায় দিল্লির অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার

এবার সেই ঋষভ পন্থের উদ্দেশ্যেই নাসির হুসেন জানিয়েছেন, ভারতীয় দল তাঁকে ছাড়াও অবশ্য ভাল পারফরম্যান্স দেখিয়েছে। ঋষভ পন্থের জায়গায় ভারতীয় দলে উইকেটকিপার হিসাবে দায়িত্ব সামলেছেন কেএল রাহুল। কেএল রাহুলও সব জায়গায় অসাধারণ ছিল। তারা এমন ভাল পারফরম্যান্সই দেখাবে। এটা সত্যিই ভাগ্যের যে এমন দুজন ক্রিকেটারকে একসঙ্গে পেয়েছে ভারত। তবে চোট হওয়ার আগে ঋষভ পন্থ কিন্তু একজন বিধ্বংসী ক্রিকেটার ছিলেন। আমি আশাবাদী যে ঋষভ পন্থ ফিরে আসার পরও তেমনই বিধ্বংসী থাকবেন।

গতবছরের শেষেই চোট গুরুতর গাড়ী দূর্ঘটনার কবলে পড়ে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এরপর থেকেই আর মাঠে দেখা যায়নি এই তাকা ক্রিকেটারকে। বহুদিন ধরেই অবশ্য এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন এই তারকা ক্রিকেটার। এসবের মাঝেই কলকাতায় এসেছিলেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই শুরু হয়ে গিয়ছিল নানান জল্পনা।

এনসিএতে এখন জোরকদমে রিহ্যাব চালাচ্ছেন ঋষভ পন্থ। বেশ কয়েকদিন আগে থেকেই ক্রাচের ভরসা ছাড়া হাঁটা শুরু করেছিলেন ঋষভ পন্থ। কয়েকদিন আগেই তাঁর জিম সেশনের একটি ভিডিও সকলের সামনে এসেছিল। জিম সেশনের পাশাপাশি ইতিমধ্যে প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন ঋষভ পন্থ। চোট সারিয়ে তিন কার্যত ফিট। এখন শুধুই ঋষভ পন্থের মাঠে ফেরার অপেক্ষা।