সিপিএল ২০২৩-এ প্ৰথম দল হিসেবে ত্রিনবাগো নাইট রাইডার্সের লাল কার্ড দেখা নিয়ে মুখ খুললেন কায়রণ পোলার্ড

Kieron Pollard
Kieron Pollard. (Photo Source: Ashley Allen – CPL T20/CPL T20 via Getty Images)

সেন্ট কিটসের বাসেটেরেতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৩-এর ১২ তম ম্যাচে সেন্ট কিটসের অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস (এসকেএন) এবং ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর) একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে টিকেআরের অধিনায়ক কায়রণ পোলার্ড টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এসকেএন ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান তুলতে সক্ষম হয়। শেরফেন রাদারফোর্ড ৩৮ বলে ৬২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৫টি ছয়। আন্দ্রে ফ্লেচার এবং করবিন বোশ যথাক্রমে ১৭ বলে ৩২ রান এবং ২১ বলে ৩০ রান করেন।

এই ম্যাচের প্ৰথম ইনিংসের শেষ ওভার শুরু হওয়ার আগে একটি অনন্য ঘটনা ঘটতে দেখা গিয়েছিল। মাঠে উপস্থিত আম্পায়ার কায়রণ পোলার্ডকে ডেকে লাল কার্ড দেখান। টিকেআরই প্ৰথম দল যারা এই মরসুমে লাল কার্ড দেখল। স্লো ওভার-রেটের শাস্তি হিসেবে শেষ ওভারে ১০ জন খেলোয়াড়কে মাঠে রাখতে বাধ্য হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তাদের মধ্যে মাত্র দুজনকে ৩০ গজের বৃত্তের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। পোলার্ড সুনীল নারিনকে মাঠের বাইরে চলে যেতে বলেছিলেন। নারিনের ওভারের কোটা শেষ হয়ে গিয়েছিল। তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। শেষ ওভারে ডোয়েন ব্রাভো ১৮ রান দিয়েছিলেন।

ত্রিনবাগো নাইট রাইডার্সের (টিকেআর) অধিনায়ক কায়রণ পোলার্ড এই বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। তার মতে এই ঘটনাটি একেবারে অদ্ভুত ছিল।

ইএসপিএনক্রিকইনফো কায়রণ পোলার্ডের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “সত্যি বলতে, এটি প্রত্যেকের করা কঠোর পরিশ্রম কেড়ে নেবে। আমরা প্যানদের মতো এবং আমাদের যা বলা হয়েছে আমরা তাই করতে চলেছি। আমরা যত দ্রুত সম্ভব খেলতে চলেছি। এইরকম একটি টুর্নামেন্টে যদি আপনাকে ৩০-৪৫ সেকেন্ডের জন্য শাস্তি দেওয়া হয় তাহলে সেটি একেবারে অদ্ভুত।”

নিকোলাস পুরান এবং কায়রণ পোলার্ডের হাত ধরে জয় পেয়েছে টিকেআর

টিকেআরের দুই ওপেনার চ্যাডউইক ওয়ালটন এবং মার্টিন গাপটিল ব্যাট হাতে ব্যর্থ হন। তবে নিকোলাস পুরান এবং কায়রণ পোলার্ড মিলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

নিকোলাস পুরান ৩২ বলে ৬১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ৪টি ছয় মারেন। কায়রণ পোলার্ড এবং আন্দ্রে রাসেল যথাক্রমে ১৬ বলে ৩৭ রান এবং ৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। এই ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয় টিকেআর।