দেওধর ট্রফিতে দুরন্ত শতরান অভিমন্যু ঈশ্বরণের, তার ইনিংসের হাত ধরে উত্তর-পূর্বাঞ্চলকে পরাজিত করল পূর্বাঞ্চল
আপডেট করা - Jul 27, 2023 2:07 pm

দেওধর ট্রফিতে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে একটি দুরন্ত শতরান করেছেন অভিমন্যু ঈশ্বরণ। তার অসাধারণ ইনিংসের হাত ধরে ৮ উইকেটে জয় পেয়েছে সৌরভ তিওয়ারির নেতৃত্বাধীন পূর্বাঞ্চল।
ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করা সত্ত্বেও ভারতীয় দলে ডাক পাচ্ছেন না অভিমন্যু ঈশ্বরণ। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়দের দলে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। কিন্তু অভিমন্যুকে দলে রাখার প্রয়োজন বোধ করেননি তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালের জন্য প্ৰথমে তাকে স্ট্যান্ড বাই খেলোয়াড়দের মধ্যে রেখেছিলেন ভারতীয় দলের নির্বাচকরা, কিন্তু পরে সেই জায়গা থেকে তার নাম সরিয়ে দেওয়া হয়েছিল। দেওধর ট্রফিতে শতরান করে ভারতীয় দলের নির্বাচকদের যোগ্য জবাব দিয়েছেন এই প্রতিভাবান ব্যাটার।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল পূর্বাঞ্চল। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৪৮ ওভারে ১০ উইকেটে ১৬৯ রান তুলেছিল উত্তর-পূর্বাঞ্চল। এই ম্যাচে তাদের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন রেক্স রাজকুমার। তিনি ৭৪ বলে ৬৫ রানের একটি সুন্দর ইনিংস খেলে অপরাজিত ছিলেন। তিনি বাদে উত্তর-পূর্বাঞ্চলের আর কোনও ব্যাটার ৩০ রানের গন্ডি পার করতে পারেননি। ওপেনার অনুপ আহলাওয়াত ৩টি চার সহ ৪৪ বলে ২৫ রান করেছিলেন। তিনি বাদে টপ অর্ডারের বাকি ব্যাটাররা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিলেন। লি অং লেপচা ৫৩ বলে ২৬ রান করতে সক্ষম হয়েছিলেন। তিনি এই ইনিংসে ৩টি চার মেরেছিলেন।
এই ম্যাচে পূর্বাঞ্চলের সবথেকে সফল বোলার ছিলেন রিয়ান পরাগ। তিনি ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছিলেন। শাহবাজ আহমেদ এবং মুখতার হুসেন যথাক্রমে ১০ ওভারে ৩৬ রান এবং ৭ ওভারে ২০ রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন।
১১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পূর্বাঞ্চল
রান তাড়া করতে নেমে কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়নি পূর্বাঞ্চলের ব্যাটারদের। তাদের দলের দুইজন ওপেনার অভিমন্যু ঈশ্বরণ এবং উৎকর্ষ সিং মিলে প্ৰথম উইকেটে ৯৩ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। তাদের এই পার্টনারশিপ পূর্বাঞ্চলের জয় অনেকটাই নিশ্চিত করে দিয়েছিল।
উৎকর্ষ সিং ৫৪ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। রিয়ান পরাগ খুব বেশি রান করতে পারেননি। তিনি ৯ বলে ১৩ রান করে আউট হয়ে গিয়েছিলেন। অভিমন্যু ঈশ্বরণ এবং বিরাট সিং যথাক্রমে ১০২ বলে ১০০ রান এবং ২৪ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন। লি অং লেপচা ৫ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন। ৩১.৩ ওভারে ২ উইকেটে ১৭০ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় পূর্বাঞ্চল।