হায়দরাবাদে মার্করামকে অধিনায়কের পদে না রাখায় হতাশ এবি ডেভিলিয়র্স

Aiden Markram
Aiden Markram. (Photo Source: IPL/BCCI)

কয়েকদিন আগেই আসন্ন আইপিএলের জন্য সানরাইজার্স হায়দরাবাদের নতুন অদিনায়কের নাম ঘোষণা হয়েছে। এডেন মার্করামকে সরিয়ে সেই জায়গাতে এহার সানরাইজার্স হায়দরাবাদের নতুন অধিনায়ক হয়েছেন প্যাট কামিন্স। আর সেই সিদ্ধান্ততে খানিকটা হলেও হতাশ হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়র্স। মার্করামকে সরিয়ে দেওয়ার ঘটনাটা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না এই প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার। বিশেষ করে এসএ২০ প্রতিযেগিতাতে যেভাবে এডেন মার্করাম তাঁর নেতৃচ্বের দক্ষতার পরিচয় দিয়েছেন, সেই কথা মাথায় রেখেই এমন মন্তব্য করেছেন  ডেভিলিয়র্স।

প্যাট কামিন্স অধিনায়ক হওয়ায় এবি ডেভিলিয়র্স যে খুশি হয়েছেন সেই কথা বলতেও কোনওরকম দ্বিধা করেননি তিনি। তবে একইসঙ্গে এই এডেন মার্করামকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা নিয়েও বেশ হতাশ হয়েছেন তিনি। কারণ এই এডেন মার্করামের হাত ধরেই শেষ দুবার এসএ২০ চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স ইস্টার্নকেপ। সেই কথা মাথায় রেখেই হয়ত নিজের এমন হতাশা প্রকাশ করছেন এবি ডেভিলিয়র্স। সেইসঙ্গে এই প্রতিযেগিতায় দুরন্ত পারফরম্যান্সও দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার এডেন মার্করাম।

গতবার মার্করামের নেতৃ্ত্বে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ

শেষ দুবারই এডেন মার্করামের নেতৃত্বের এসএ২০ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে সানপাইজার্স ইস্টার্ন কেপ। সেখানে নেতৃত্বের পাশাপাশি মার্করামকে ভাল পারফর্ম্যান্সও করতে দেখা গিয়েছে। কিন্তু গতবারের আইপিএলে এডেন মার্করামের নেতৃত্বে অত্যন্ত খারাপ পারফরম্যান্স দেখিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। লাস্ট বয়ের তকমাই ছিল তাদের গায়ে। সেই পারফরম্যান্সের কথা মাথায় রেখে এবারের আইপিএল সুরু হওয়ার আগেই এডেন মার্করামকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সেখানেই এবার  হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

এই প্রসঙ্গে এবি ডেভিলিয়র্স জানিয়েছেন, “প্যাট কামিন্সের অধিনায়ক হওয়ার পিছনে অবশ্যই একটা বড়সড় কারণ রয়েছে। তবে তাঁকে অধিনায়ক করার এই সিদ্ধান্ত দেখার পর অনেককেই চমকে দিয়েছে। সেইসঙ্গে এডেন মার্করামকে সরিয়ে সেখানে প্যাট কামিন্সকে জায়গা করে দেওয়া হয়েছে। সেটাতে খানিকটা হলেও আমি হতাশ হয়েছি। এডেন মার্করাম পরপর দুবার এসএ২০ জিতেছেন”।

এবারের আইপিএলের নিলামে বিরাট দাম পেয়ছিলেন প্যাট কামিন্স। সেখানেই তিনি ২০.৫ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছিলেন। সেই থেকেই একটা গুঞ্জন শুরু হয়েছিল। শেষ দুটো মরসুম সানরাইজার্স হায়দরাবাদের একেবারেই ভাল যায়নি। এবার তাই অস্ট্রেলিয়ার অধিনায়কের ওপরই দায়িত্ব তুলে দিয়েছে তারা। শেষপর্যন্ত  সানরাইজার্স হায়দরাবাদ সাফল্য পায় কিনা সেটাই দেখার।